ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

বিষ‍‍্টি সূত্রধরের কবিতা “বধ্যভূমির স্মৃতি”

প্রতিবেদক
জুবায়েদ মোস্তফা
২২ জানুয়ারি ২০২৪, ১:০২ পূর্বাহ্ণ

Link Copied!

বধ‍্যভূমির স্মৃতি
বিষ‍‍্টি সূত্রধর

জানি না কোন অচিনপুরে রয়েছো তোমরা বসে!
আজ নীল আকাশে উড়ছে নিশান, দ্যাখো বাইরে এসে।
আকাশে বাতাসে আজ উল্লাস বিজয়ের, দ্যাখো একবার চেয়ে!
দ্যাখো আজ ভাইয়েরা মোদের কতোটা খুশি বিজয়ের ছোঁয়া পেয়ে।

যে উল্লাস দেখবে বলে ছিলে তোমরা অপেক্ষায়
আজ কোথায় তোমরা? কেন তোমাদের দেখা নাহি পায়।
উফফ! তোমরা বুঝি আসবে না আর, খেলবে লুকোচুরি?
সত্যি করে বলো তো আমায়, তোমরা রয়েছো যে কোন পুরী।

থাকবো আবার কোন পুরীতে আমাদের বাংলা মাকে ছেড়ে।
রয়েছি আমরা সবার মাঝেই শত জনতার ভিড়ে।
সন্ধ্যা যে এবার চললো হতে, তোমরা ঘরে এসো ফিরে,
মা যে আমাদের অপেক্ষায় আছে, একলা বসে নীড়ে।

যাচ্ছো তোমরা কোথায় আবার, নির্জন ঐ পথ ধরে?
মা না তোমাদের করেছে মানা বের হতে সন্ধ্যার পরে।
যাবার বেলায় আর আমাদের পিছু নাহি ডেকো
মাকে মোদের যত্নে রেখে, সর্বদা সুখে থেকো।

যাচ্ছো কোথায় ভাইয়েরা আমার? লাগছে আমার ভয়,
না জানি কেন ভরছে মন অজানা আশঙ্কায়।
এ আর্তনাদ কিসের তবে, আসছে আমার কানে ভেসে
এ আমি কি দেখলাম মাগো, এইখানেতে বসে।

আমার ভাইয়ের নিথর দেহ, এই বদ্ধভূমির মাঝে!
আমি দু-চোখে যেন দেখছি আঁধার, এই জ্যোৎস্নার সাঁঝে।
মাগো ভাইদের আমার দেয়নি বাঁচতে শয়তানের ঐ দল!
কছম তোমার ছাড়বো না ওদের, তুমি ফেলো না চোখের জল।

ভাইদের রক্তের ঐ দাগ, যায়নি আজও মুছে
তাঁদের হারানোর এই তীব্র ব‍্যাথা যাবেনা কভু ঘুচে।
ভাইদের রক্তেই রঞ্জিত আজও বাংলার এই নিশান,
তাই ভাইদের ত্যাগের অসীম গাঁথা হবে না কভু ম্লান

222 Views

আরও পড়ুন

পাঠকের অনূভুতিতে ❝কলিজার আধখান❞

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বিএনপি সন্দেহ করছে–ড. হুমায়ুন কবির

বিশ্বরূপ চন্দ্র বিশ্বাসের কবিতা:- হাসি

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল শুক্রবার

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ