ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

তা’মীরুল মিল্লাত গেইট : এক বছর আগে ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানের স্মরণে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১:০৯ পূর্বাহ্ণ

Link Copied!

তাওহীদ জিহাদ, টঙ্গী :

ঠিক এক বছর আগে, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক “জুলাই অভ্যুত্থান”-এর রেশ ধরে টঙ্গীর ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পকেট গেইট—বর্তমানে ‘শহীদ নাসির গেট’—ইট-সুরকির প্রাচীর তুলে বন্ধ করে দেয় প্রশাসন।

উত্তরা-টঙ্গী অঞ্চলে আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল এই মাদ্রাসাটি। শিক্ষার্থীদের সাহসী ও সংগঠিত ভূমিকা আন্দোলনকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এই ভূমিকার প্রতিক্রিয়ায় তৎকালীন প্রশাসন শুরু করে দমন-পীড়নের এক নির্মম অধ্যায়।

আন্দোলনের ঠিক পরপরই গভীর রাতে মাদ্রাসার মূল প্রবেশপথে ইট-সুরকির দেয়াল তুলে সেটিকে কার্যত অবরুদ্ধ করে ফেলা হয়। অভিযোগ রয়েছে, সরকারের মদদপুষ্ট ‘পুলিশ লীগ’ ও কিছু ‘আওয়ামী লীগ’ নামধারী ক্যাডার মাদ্রাসাটি স্থায়ীভাবে বন্ধ করার চেষ্টায় লিপ্ত ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তৎকালীন অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানকে ‘ক্রসফায়ার’-এর হুমকি দেওয়া হয়েছিল, যা পুরো শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকমহলে আতঙ্ক ছড়িয়ে দেয়।

উল্লেখযোগ্য যে, জুলাই অভ্যুত্থানে এই মাদ্রাসার শিক্ষার্থীরা অসাধারণ সাহসিকতার পরিচয় দেন। প্রাণ হারান পাঁচজন, আহত হন পাঁচ শতাধিক। শহীদদের মধ্যে আলিম শ্রেণির শিক্ষার্থী নাসির পুলিশের গুলিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্পের সামনে শহীদ হন। তাঁর স্মরণে মাদ্রাসার বন্ধ গেটটির নামকরণ করা হয় “শহীদ নাসির গেট”।

শিক্ষক-শিক্ষার্থীদের মতে, এটি কেবল একটি প্রতিষ্ঠানকে দমন করার প্রয়াস নয়; বরং সমাজের স্বাধীনচেতা ও প্রতিবাদী কণ্ঠগুলোকে চিরতরে স্তব্ধ করার রাষ্ট্রীয় প্রচেষ্টা ছিল এটি।

এই দিনটি আর শুধু একটি তারিখ নয়—বরং বাংলাদেশের ইতিহাসে প্রতিবাদ, আত্মত্যাগ ও সংগ্রামের এক কালো এবং গৌরবময় অধ্যায়।

43 Views

আরও পড়ুন

ধ্বংস হচ্ছে ছাত্র ও যুব সমাজ
ফুলছড়িতে ইন্টারনেট ও ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায় আড়ালে জমজমাট ইয়াবা ব্যবসা

চাঁদাবাজ আর দূর্ণীতিবাজদের ধরলে হবে না প্রশ্র‍য়দাতাদেরও বিচার করতে হবে ডা. তাসনিম জারা

মৌলভীবাজারে মণিপুরী মুসলিম শিক্ষার্থী তানভীর পেল আইজিপির সম্মাননা

শরণখোলায় হরিণ শিকারের ফাঁদ জব্দ, হরিণ উদ্ধার ও অবমুক্ত।

উখিয়ায় প্রাইভেট কারে পঞ্চাশ হাজার ইয়াবা সহ ৩ জন আটক

সুগন্ধায় অজ্ঞাত নারীকে শারীরিক নির্যাতনের ভিডিও ভাইরাল
কক্সবাজারে নারী ও শিশু নির্যাতন মামলায় আবুল বশর আটক

টেকনাফে পুলিশের পৃথক অভিযানে১২হাজার ইয়াবা ও নগদ২৩হাজার টাকা উদ্ধার,আটক-৩,সিএনজি জব্দ

ডেঙ্গু: সময়ের নীরব আতঙ্ক

সিলেট প্রদেশ ঘোষণা সময়ের দাবী: মানববন্ধনে বক্তারা

গাইবান্ধায় পিতার সম্পত্তির লোভে বড় বোনকে হত্যা চেষ্টার অভিযোগ

ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাখে আল্লাহ মারে কে?