ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০২৪
  1. সর্বশেষ

ইবিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নবীনবরণ ও প্রবীণ বিদায়

প্রতিবেদক
নিউজ এডিটর
১৯ মার্চ ২০২৩, ৩:৪৩ অপরাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেলের আয়োজনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৯মার্চ) সকাল ১০ টার দিকে প্রশাসন ভবনের তৃতীয় তলায় অবস্থিত কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মো: আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে এসময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো: শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান এবং বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, আপনাদের এই শিক্ষাজীবনে অনেক ছোটখাটো সমস্যার সম্মুখীন হয়েছেন। তারপরও আমরা প্রত্যাশা রাখি আপনারা যখন দেশে ফিরে যাবেন নিজেদের কর্মক্ষেত্রে এবং গবেষণায় যেভাবে উপস্থাপন করতে পারবেন তারওপরেই আপনাদের দেশ থেকে এখানে আগত শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, এবছর ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ থেকে ১ জন সোমালি রিপাবলিক শিক্ষার্থী তার স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

এবং স্নাতকে নেপাল থেকে ফার্মেসী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগে ২ জন এবং গাম্বিয়া থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং ও হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগে ভর্তি হয়েছেন।

এছাড়াও ভারত থেকে আরবি ভাষা ও সাহিত্য বিভাগ ও ইংরেজি বিভাগে পিএইচডিতে ২ জন এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ১ জন এমফিলে ভর্তি হয়েছেন।

248 Views

আরও পড়ুন

তীব্র তাপদাহে বাড়ছে রোগী : বারান্দা-মেঝেতে একের স্থানে তিন

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস

দোয়ারাবাজারে ধ’র্ষ’ণের পর কলেজ ছাত্রী খু’ন, খু’নী লিটন আটক!

দোয়ারাবাজারে চেলানদীতে ভেসে উঠলো নিখোঁজ ব্যবসায়ী মঈন উদ্দিনের লা’শ

সজিব মিয়ার কবিতা “মাটি”

ভয়াল ২৯ এপ্রিল নিহতের স্মরণে ধলঘাটা এসোসিয়েশন’র বিভিন্ন কর্মসুচী পালন

নাগরপুরে গাছ কাটা কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে – ডা. অর্ণা জামান।

কুমারখালীতে বিনামূল্যে পানি, শরবত ও ক্যাপ বিতরণ

কবিতা:- নক্ষত্রের রাত

ফেনী শহরের বিভিন্ন স্হানে পানি স্যালাইন বিতরণ করেন শিবির নেতাকর্মী’রা

স্কুল, মাদ্রাসায় বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের