ঢাকাবৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫
  1. সর্বশেষ

ট্রাম্পের গাজা পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক পররাষ্ট্রনীতি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২০ মার্চ ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ

Link Copied!

স্নায়যুদ্ধ পরবর্তী বর্তমান বিশ্বের একক পরাশক্তি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার মতো কয়েকটি দেশ হল রাশিয়া,চীন উত্তর কোরিয়া, ইরান। ট্রাম্প প্রশাসন এশিয়া মহাদেশে তার কর্তৃত্ব বৃদ্ধি করতে চাচ্ছে। যুক্তরাষ্ট্র বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে প্রতিষ্ঠিত করে। ইসরায়েলকে এশিয়া মহাদেশের ক্যান্সারও বলা হয়। যুক্তরাষ্ট্রের এশিয়া মহাদেশীয় শাখাও বলা হয় এই ইসরায়েলকে। ইসরায়েলকে অস্ত্র এবং অর্থ দিয়ে সরাসরি সাহায্য করে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হলো কোন জাতিকে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের আবাসস্থল থেকে বিতাড়িত করা। ট্রাম্পের পরিকল্পনা হলো গাজাবাসীদের গাজা থেকে স্থায়ীভাবে বিতাড়িত করা। এতে ট্রাম্পের আরো হিতে বিপরীত হবে। ইরান এবং এর মিত্রশক্তিদের রোষ কমার চেয়ে বরং বাড়তে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হাত শক্তিশালী করতে পরিকল্পনা ইতিমধ্য শুরু হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইন অনুযায়ী কোন জাতি বা সম্প্রদায়কে জোরপূর্বক তাদের জন্মভূমি থেকে স্থায়ী বা সাময়িকভাবে বিতাড়িত করা যাবে না।

১৯৪৯ সালের চতুর্থ জেনেভা কনভেনশনের অনুচ্ছেদ ৪৯ অনুযায়ী কোন একক ব্যক্তি বা  নির্দিষ্ট গোষ্ঠীকে স্থানান্তর এবং কোন সুরক্ষিত ব্যক্তিদের তাদের নিজের জন্মভূমি থেকে বিতাড়িত করা সম্পূর্ণ নিষিদ্ধ। একই কনভেনশনের অনুচ্ছেদ ১৪৭ অনুযায়ী এরকম কাজকে যুদ্ধ অপরাধ বলে গণ্য করা হবে। ১৯৯৮ সালের আন্তর্জাতিক অপরাধ আদালতের অনুচ্ছেদ ৭ এবং ৮ অনুযায়ী এই ধরনের কাজকে যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ বলা হয়। ১৯৪৫ সালের ন্যুরেমবার্গ চার্টারের অনুচ্ছেদ  ৬ একই কথা বলে। ২০০৬ সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন নাম্বার ১৬৭৪ অনুযায়ী বলপূর্বক জনসাধারণের স্থানান্তর আন্তর্জাতিক মানবতাবাদী আইনের পরিপন্থী। সুদানের সাধারণ জনগণের স্থানান্তরকরনের সাথে রেজ্যুলেশন ১৫৫৬ সম্পর্কিত,সাবেক যুগশ্লাভিয়ার সাথে রেজ্যুলেশন ৭৫২,৮১৯, ১০০৯,১০১৯ এবং ১০৩৪ সম্পর্কিত এবং রুয়ান্ডার সাথে রেজ্যুলেশন ৯১৮ সম্পর্কিত। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী জোরপূর্বক বিতাড়ন কঠোরভাবে নিষিদ্ধ।তাই যে কোন দেশের জন্য গাজাবাসীদের গাজা থেকে তাড়ানো কল্পনাতীত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন তার প্রস্তাব অনুযায়ী গাজাবাসীরা তাদের বাসস্থানে আর ফিরতে পারবে না যা ট্রাম্পের আন্তর্জাতিক আইনের পুরোপুরি লঙ্ঘন।গাজাবাসীদের বিতাড়িত করার এই পরিকল্পনাকে আন্তর্জাতিক সংগঠনগুলো এমনকি যুক্তরাষ্ট্রের নিকট বন্ধু রাষ্ট্রগুলোও এর কঠোর নিন্দা জ্ঞাপন করেছেন।এমনকি অনেক রিপাবলিকান নেতারাও এই ধারণাকে প্রত্যাখ্যান করেছেন। এই ঘটনা অবশ্যই ট্রাম্পের আঞ্চলিক পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে । শুধুমাত্র কট্টরপন্থী ইসরায়েলিরা ট্রাম্পের এ ধারনাকে স্বাগত জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার এই অদ্ভুত ধারণার পিছনে কতিপয় যুক্তি উপস্থাপন করেছেন কিন্তু কোনটাই সুবিবেচনাপ্রসূত নয়। পুরো গাজাকে ধ্বংসের পরিকল্পনা ট্রাম্পের। তিনি বলেন, গাজার মৃত্যু ও ধ্বংস আমি দীর্ঘদিন ধরে দেখছি। পুরো মানব সভ্যতা গাজাবাসীর জন্য কাঁদছে। ট্রাম্প বলেন, পুন:নির্মাণ সম্ভব যদি পুরো জনগোষ্ঠী অন্য কোথাও স্থানান্তরিত হয়। গাজা কে আধুনিক সমুদ্র সৈকত হিসেবে দেখতে চান ট্রাম্প এবং যেখানে মধ্যপ্রাচ্যের সকল দেশের প্রবেশের অধিকার থাকবে শুধুমাত্র গাজাবাসী ছাড়া। তৃতীয় কারণ হিসেবে ট্রাম্প বলেন, যদি গাজাবাসী স্থানান্তরিত হয় তাহলে ইসরায়েল নিরাপদ থাকবে কারণ সেখানে হামাসও থাকবেনা।শুধুমাত্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সুবিধার জন্য ২ মিলিয়ন জনসাধারণের উৎখাতের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ট্রাম্পের আঞ্চলিক পররাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রথম মেয়াদের মতই একই রয়েছে। ইরানের আঞ্চলিক আধিপত্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও যুদ্ধবিরতির পক্ষে আছে। পরিশেষে বলা যায়, যুক্তরাষ্ট্র যদি এই স্থানান্তরের ধারণা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই তাহলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং সৈন্যরা নতুন হুমকির সম্মুখীন হবে এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক পররাষ্ট্র নীতি হুমকির মুখে পড়বে।
—-
মোঃ ওসমান গনি শুভ ,
সাবেক রোভার মেট, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ।

14 Views

আরও পড়ুন

ট্রাম্পের গাজা পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক পররাষ্ট্রনীতি

কাপাসিয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেমের ফাঁদে অপহরণের শিকার মিলনের লাশ উদ্ধার গ্রেফতার ২

ইসলামপুরে থানার ওসি কর্তৃক গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তি তথ্যের সংবাদ সম্মেলন

জুয়া খেলা থেকে পাওনা টাকার দ্বন্দ্ব : শ্বাসরোধে হত্যার অভিযোগ

অপহরণের নাটক সাজিয়ে নিরীহ ব্যবসায়ী রাজ্জাককে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

ইসলামের ছায়াতলে’ লুবাবা, শোনাল পরকালের কথা

সরকারি বেতনের আওতায় আসছে কওমি মাদরাসা

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দক্ষিণখান থানার ৪৯ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভায় মাহী আব্দুল্লাহর নেতৃত্বে বিশাল মিছিল

গাজীপুরে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের নেতৃত্বে ত্যাগী নেতা রিফাত রশিদকে দেখতে চায় তৃণমূল