ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

করোনা থেকে ইতিবাচক শিক্ষাও আমরা পেয়েছি

প্রতিবেদক
নিউজ এডিটর
১৪ সেপ্টেম্বর ২০২০, ৩:৫০ অপরাহ্ণ

Link Copied!

————-
শতাব্দীর পরিক্রমায় বিজ্ঞানের উৎকর্ষতার দ্বারপ্রান্তে বর্তমান বিশ্ব। প্রযুক্তি আজ মানুষের হাতে তুলে দিয়েছে স্বাচ্ছন্দ আর সমৃদ্ধি। অনুসন্ধানী দৃষ্টি আর কেবল আটকে নেই মঙ্গলে, খুঁজে ফিরছে অনন্ত নক্ষত্রবীথি। পারমানবিক অস্ত্রের শক্তিতে বলীয়ান বিশ্বের সুপার পাওয়ার রাষ্ট্রগুলো যখন বসে আত্মতৃপ্তির ঢেঁকুর তুলছে, তখনই এলো মহামারী করোনা। এটম বোমা মেরে শত্রুকে নিশ্চিহ্ন করা আমাদের বাঁ হাতের খেল হলেও, এ যে অদৃশ্যের সাথে যুদ্ধ! ক্ষুদ্রাতিক্ষুদ্র শত্রু, যাকে খুঁজতে হয় অণুবীক্ষণের লেন্স দিয়ে। মানুষের শ্রেষ্ঠত্বের অহমিকাকে ধূলিসাৎ করে দিয়ে স্থবির করে দিলো তাবৎ বিশ্ব। তবে করোনা শুধু ভয়াবহতা ও সংকট নয়, করোনা আমাদেরকে শিখিয়েও দিয়েছে নানান কিছু।

করোনা মহামারী থেকে আমরা শিক্ষা পাচ্ছি প্রতিনিয়ত। শিখছি একজন দামী খেলোয়াড়ের চেয়ে একজন সাধারণ স্বাস্থ্যকর্মীর প্রয়োজন অনেক বেশি। শিখছি অর্থ, প্রাচুর্য আর খ্যাতি একসময় মানুষেরকোনো কাজেই লাগে না। করোনা আমাদের শেখালো ডিপ্রেশন, চেনালো বন্দীত্বের স্বাদ। করোনাকালীন সময়ে সরকারের দেয়া ত্রাণ নেতাদের দ্বারা চুরি হওয়ার ঘটনা শেখালো কুকুরের লেজ কখনো সোজা হয়না।

তবে এতসব নেতিবাচক শিক্ষার ফাঁকেও করোনা আমাদের ইতিবাচক অনেক কিছুই শিখিয়েছে। করোনা শিখিয়েছে পরিস্থিতির সাথে দ্রুত খাপ খাইয়ে নেয়া। এ শিক্ষা মেনেই দেশে তৈরি হয়েছে হাজার হাজার তরুণ উদ্যোক্তা। যারা বিশ্ববিদ্যালয় বন্ধের এই সময়টায় গড়ে তুলেছে ই-কমার্স বিজনেস প্ল্যাটফর্ম। অনলাইনেই কেনাবেচা করছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, বই, খাবার থেকে শুরু করে বিভিন্ন বিখ্যাত দেশি পণ্যও। উদাহরণ হিসেবে বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম তিজারাহ শপিং কমিউনিটি’র কথা। লকডাউনের ফলে আমাদের সকল কাজকর্ম হয়ে গেছে অনলাইন নির্ভর। সব কাজ অনলাইনেই সারতে হয় বিধায় প্রযুক্তির সাথে মানুষের সখ্য বাড়ছে, বাংলাদেশ হয়ে উঠছে ডিজিটাল বাংলাদেশ। শিক্ষক ক্লাস নিচ্ছেন অনলাইনে, ব্যবসায়ীরা কেনাবেচা করছেন অনলাইনে, আরো কত কি!

করোনা ভাইরাস আমাদের মধ্যে জনসচেতনতাও তৈরি করছে। শিখিয়েছে দেশের চিকিৎসা খাত কতটা গুরুত্বপূর্ণ। ভালো-মন্দ অনেক কিছুই আমরা শিখলাম এ করোনা নামক শিক্ষকের কাছ থেকে। এখন দেখার বিষয় হচ্ছে এই শিক্ষাগুলো আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারি কিনা। ভবিষ্যতের কোনো অনাকাঙ্ক্ষিত মহামারীতে আমরা যেন এবারের মতো দিশেহারা হয়ে না পড়ি।
———
হাবিবুন নাহার মিমি
ইসলামিক স্টাডিজ বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

111 Views

আরও পড়ুন

নার্সিং শিক্ষার্থীদের ফ্যাসিস্ট বলা মূর্খতা 

নব প্রতিষ্ঠিত কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন

কানাডার জীবন: নেতিবাচক দিক

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি সম্পন্ন

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজি অটোরিকসা ও পিক-আপ’র মুখোমুখী সংঘর্ষে নারীসহ নিহত-৬

ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্র
এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ২০২৫

বোয়ালখালীতে বিশেষ অভিযানের অস্ত্রসজ্জিত আটক ৪ জন

গাইবান্ধায় দুর্বৃত্তের চুরিকাঘাতে অটোবাইক চালক নিহত

কমলগঞ্জে ভানুগাছ বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ

রাঙ্গুনিয়ায় গনমানুষের হৃদয়ে নতুন আস্থা জামায়াতে ইসলামী

বাপ-দাদার জমিতে ইপিজেড না করার দাবিতে আবারও উত্তাল সাঁওতালরা

চট্টগ্রামে অরক্ষিত খাল-নালায় আর কত অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হুঁশ আসবে!