ঢাকাবুধবার , ১ মে ২০২৪
  1. সর্বশেষ

সিলেটের করোনা আপডেট:সিলেট বিভাগে মারা গেছেন আরও ১৪ জন,আক্রান্ত ৮৫৩ সুস্থ হয়েছেন ৪৬৮

প্রতিবেদক
নিউজ ভিশন
২ আগস্ট ২০২১, ৮:২০ অপরাহ্ণ

Link Copied!

সিলেট ব্যুরোঃ
সিলেটে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৪ জন। আর ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে । একই সময়ে সুস্থ হয়েছেন ৪৬৮ জন।
আজ সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, নতুন শনাক্ত হওয়া ৮৫৩ জনের মধ্যে ৪৭৯ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১০৭ জন, হবিগঞ্জের ৭৭ জন এবং মৌলভীবাজার জেলার ১৯০ জন।
এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৩০৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৫ হাজার ৮১৫ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৮৩৫ জন, হবিগঞ্জে ৪ হাজার ৯০৯ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৭৫৪ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় সিলেটে ৪৬৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২৪৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৪৩ জন, হবিগঞ্জ জেলার ৪২ জন এবং মৌলভীবাজার জেলার ১৩৯ জন রয়েছেন।
এনিয়ে বিভাগে ৩১ হাজার ৩১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ৪১২ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩৯৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৫৭ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৯৫১ জন সুস্থ হয়েছেন।
সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৮৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৫৭ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৪২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৯৯ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬৪ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৮ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২১ জন চিকিৎসাধীন আছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জ জেলার ১ জন, হবিগঞ্জ জেলার ২ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন বাসিন্দা রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৭১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৭১ জন, সুনামগঞ্জে ৫২ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬১ জন মারা গেছেন।

88 Views

আরও পড়ুন

ভয়াল ২৯ এপ্রিল নিহতের স্মরণে ধলঘাটা এসোসিয়েশন’র বিভিন্ন কর্মসুচী পালন

নাগরপুরে গাছ কাটা কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে – ডা. অর্ণা জামান।

কুমারখালীতে বিনামূল্যে পানি, শরবত ও ক্যাপ বিতরণ

কবিতা:- নক্ষত্রের রাত

ফেনী শহরের বিভিন্ন স্হানে পানি স্যালাইন বিতরণ করেন শিবির নেতাকর্মী’রা

স্কুল, মাদ্রাসায় বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

যশোরে দেশের সর্বোচ্চ ৪২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

কুষ্টিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

রাজশাহীর সিল্কসিটি ট্রেনে আগুন, ১০ যাত্রী আহত।

তীব্র তাপপ্রবাহের কারণে ৫ জেলার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা।