এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় সোনাহাট এলাকায় আসাদুজ্জামান (৩০) নামের এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল (৫ নভেম্বর) বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী এ দন্ডাদেশ দেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মো. সায়েম ও থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভারতের সীমান্ত ঘেঁষা সোনাহাট কলেজ মোড় এলাকায় শান্তি মেডিসিন ডেন্টাল চেম্বার এবং সোনাহাট বিজিবি ক্যাম্প মোড়ে একই নামের আরেকটি চেম্বার খুলে দাঁত, পাইলস, একশিরা, অশ্ব ইত্যাদি রোগীর অপারেশন করে আসছিল। এ অবস্থায় অভিযোগের ভিত্তিতে পুলিশ দল রোগী সেজে গিয়ে তার প্রতারণার প্রমাণ পেলে তাকে আটক করে। সে প্রায় ৫ বছর ধরে চিকিৎসার নামে এই প্রতারণার কাজ করে আসছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মো: সায়েম জানান, ওই ভুয়া চিকিৎসক বৈধ কোন সনদ এবং আনুষঙ্গিক কোন কাগজপত্র দেখাতে পারেনি। সে ছোট একটি অপরিচ্ছন্ন রুমকে অপারেশন থিয়েটার বানিয়ে নোংরা যন্ত্রপাতি দিয়ে অপারেশনসহ চিকিৎসা করে আসছিল।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ কবির জানান, দন্ডপ্রাপ্তকে থানায় আনা হয়েছে। তাকে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।