সাত্তার সিকদার, নিজস্ব প্রতিনিধি চট্টগ্রামঃ
পটিয়ার সন্তান মোঃ ইসমাইল মাইক্রোবাস যোগে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে যাচ্ছিল পটিয়া। কিন্তু আর যাওয়া হলোনা, পথেই লোহাগাড়া থানা পুলিশের তল্লাশি চৌকিতে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হয় তিনি। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
আটককৃত মোঃ ইসমাইল (৩১) পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের (৬নং ওয়ার্ড) গোরনখাইন এলাকার মৃত মনির আহমদের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর(শনিবার) অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদের নির্দেশনায় এসআই পার্থ সারথী ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার কার্যালয়ের সামনে তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি চালায়। এসময় চট্টগ্রাম অভিমুখী একটি মাইক্রোবাসে তল্লাশী চালালে ৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইসমাইল নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয় ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, মোঃ ইসমাইল নামের এক মাদক কারবারিকে ৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। আটককৃত ইসমাইল ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার থেকে পটিয়া নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তিনি। ইয়াবা গুলো মূল্য আনুমানিক ২১ লক্ষ টাকার হবে বলেও জানান তিনি।
আটককৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ১৯ সেপ্টেম্বর(রবিবার) তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।