ঢাকামঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ এপ্রিল ২০২৪, ১১:৪৩ অপরাহ্ণ

Link Copied!

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

গরুর ধান খাওয়া নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হলে লামাসানিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মিয়া হোসেন( ৬৫) নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার ৩ টার দিকে মৃত মিয়া হোসেন পক্ষের গরু অপর পক্ষ হেলাল মিয়ার (হেলো) বোরো ধানের ক্ষেতে প্রবেশ করলে একে অপরের বাকবিতন্ডায় হাতাহাতি হয় এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে ঘটনার স্থলেই মিয়া হোসেন নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

নিহত মিয়া হোসেনের পরিবারের অভিযোগ দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদের নির্দেশে উনার ভাতিজা লামাসানিয়া গ্রামের হেলাল উদ্দিনের পুত্র আলিম উদ্দিন ও তার সহযোগিদের কিল গুসিতে ঘটনাস্থলেই মিয়া হোসেন নিহত হয়েছে। পরে পুলিশ নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে।

অভিযোগ অস্বীকার করে দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন মিয়া হোসেনের সাথে বাকবিতণ্ডা হয়েছে তবে কিল গুসি মারামারির ঘটনা ঘটেনি।মিয়া হোসেনের হার্টের রোগী ছিলেন।সে ষ্টোক করে মারা গেছে।

ওই ঘটনায় সহকারী পুলিশ সুপার (ছাতক–দোয়ারাবাজার সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (ছাতক–দোয়ারাবাজার সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক বলেন,ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

327 Views

আরও পড়ুন

নাগরপুরে গাছ কাটা কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে – ডা. অর্ণা জামান।

কুমারখালীতে বিনামূল্যে পানি, শরবত ও ক্যাপ বিতরণ

কবিতা:- নক্ষত্রের রাত

ফেনী শহরের বিভিন্ন স্হানে পানি স্যালাইন বিতরণ করেন শিবির নেতাকর্মী’রা

স্কুল, মাদ্রাসায় বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

যশোরে দেশের সর্বোচ্চ ৪২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

কুষ্টিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

রাজশাহীর সিল্কসিটি ট্রেনে আগুন, ১০ যাত্রী আহত।

তীব্র তাপপ্রবাহের কারণে ৫ জেলার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা।

রাজশাহীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত।