ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

মুক্তা খাতুনের কবিতা ‘আত্মহত্যা’

প্রতিবেদক
ক্যাম্পাস সাব-ইডিটর
৪ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ

Link Copied!

আত্মহত্যা
মুক্তা খাতুন

আমার স্বপ্নগুলো স্বপ্নেই ঝরে যায়,
হারিয়ে যায় অচিন ঠিকানায়।
মনটা দুমড়ে-মুচড়ে যায়,
সীমাহীন কষ্ট ও এক সমুদ্র হতাশায়।

কুরে কুরে খায় আমাকে,
বিষাক্ত কীট-পতঙ্গের মতো করে,
ক্ষত-বিক্ষত করে,বুকের মাঝখানকে।
ছটফট করে কাটে আমার,
প্রতিটি প্রহর, অসহ্য যন্ত্রণায়।

যুদ্ধ বিধ্বস্ত শহরের মতো হৃদয় আমার,
সুসজ্জিত হচ্ছে না কভু, কোনো সেবা-সাধনায়।

প্রতিষ্ঠিত হতে না পারায়
কিংবা ব্যর্থ লেখাপড়ায়,
পরিবারের কলহ -হতাশায়
কিংবা প্রিয়জনকে হারানোর বেদনায়,
বেছে নিতে হয়েছে সেই পথটি আমায়।

চলে গেছি পথের শেষ প্রান্তে।
হঠাৎ চলে গেলাম ভাবনাতে,
হাসপাতালের শয্যা ও ফুটপাতের ধারে।
কতো ঝরে যাওয়া স্বপ্নগুলো,জীবনযুদ্ধ যাচ্ছে করে।
আমি কি পারব না,তাদের মতো করে?
জীবনযুদ্ধে জয়ী হতে,
কঠিন সাধনা ও প্রচেষ্টার মাধমে!

ভাবনায় ভাবতে ভাবতে,
ফিরে এলাম সেই পথ থেকে।
জীবনযুদ্ধে জয়ী হতে।

 

মুক্তা খাতুন
শিক্ষার্থী, বাংলা বিভাগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।

831 Views

আরও পড়ুন

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিস টিম

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র‌্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা

ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার নতুন দায়িত্বে যারা

টেকনাফে মিনি ড্রাম-ট্রাকে মিললো৫০হাজার ইয়াবা,আটক-২