ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাজশাহীতে রামেকের পকেট গেটে পকেটমারের উৎপাত বৃদ্ধি

প্রতিবেদক
নিউজ এডিটর
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ শিবলী সাদিক রাজশাহী।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগের পকেট গেটে পকেটমারের ঘটনা ঘটেছে। এই পকেট গেট দিয়ে ঢোকা বা বের হতে হয় রোগী ও তাদের স্বজনদের। এতে লোকজনের বেশি উপস্থিতির মধ্যে পাকেটমাররা মানুষের মানিব্যাগ চুরি করে নিচ্ছেন। এমন ঘটনার শিকার হন রোগী ও তাদের স্বজনরা।

গত সোমবার বহির্বিভাগের পকেট গেটে মানিব্যাগ খোয়া গেছে মোস্তাক আহম্মেদ মাছুম নামের এক ব্যক্তির। তার মানিব্যাগে ছিল ১০০০ টাকা। একই সাথে মানিব্যাগে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়েছেন তিনি।

তিনি বলেন, ঘটনার পরে বিষয়টি হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে। পরিচালক তাকে আশস্ত করে বলেন, বিষয়টি দেখছি।

সরেজমিনে হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখা গেছে, বড় লোহার গেটটির এক পাশে একটি পকেট গেট রাখা হয়েছে। সেই গেট দিয়ে যাওয়া আসা করছেন রোগী ও তাদের স্বজনরা। পথটি সরু হওয়ায় গায়ে গা ঘেষে মানুষকে আসা-যাওয়া করতে হচ্ছে।

মোস্তাক আহম্মেদ মাছুম জানান, সোমবার সকালে চিকিৎসার জন্য হাসপাতালের বহির্বিভাগে ঢোকার সময় পকেটমারা যায়। পরে বিষয়টি তিনি উপপরিচালক, পরিচালককে জানার।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রি. জে. এফএম শামীম আহাম্মদ বলেন, বিষয়টি দেখা হচ্ছে। সেখানে আনসার সদস্য দেওয়া হয়েছে।

386 Views

আরও পড়ুন

জুলাই আন্দোলন’ নিয়ে কটূক্তি: আলিম পরীক্ষার্থীকে পুলিশের হাতে সোপর্দ

পুলিশ ক্যাডারে প্রথম হলেন মৌলভীবাজারের শরীফ

দলের কঠিন মুহূর্তে সাহস ও নেতৃত্ব দিয়েছি, আমি মনোনয়ন প্রত্যাশী: মোস্তাফিজুর রহমান

মিসরে ৫ বাংলাদেশী শিক্ষার্থীর অনন্য অর্জন

চকরিয়া সরকারি হাসপাতালে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদান

রামুর কচ্ছপিয়ায় কৃষি উপকরণ বীজ- সার নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে নেতৃবৃন্দরা

জুলাই : নতুন বাংলাদেশের অধরা স্বপ্ন !! খানিক মুক্তি জালিমের থাবা থেকে

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ