ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চট্টগ্রাম-১৩ আসনে শক্তিশালী প্রার্থী না থাকায় নৌকা এগিয়ে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ণ

Link Copied!

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী। তিনি গত তিনবারের এমপি। ২০১৩ সালের উপ-নির্বাচনে প্রথমবার এমপি হন। ২০১৪ সালে এমপি হয়ে ভূমি প্রতিমন্ত্রী। ২০১৮ সালে আবারো একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হলেন। এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী সমকক্ষ শক্ত কোন প্রার্থী নেই। এমনকি নির্বাচনী পরিবেশ দেখে স্থানীয়রা মনে করছেন, আনোয়ারা-কর্ণফুলীতে সাইফুজ্জামান চৌধুরী’র কোন বিকল্প নেই।

অন্যান্য দল থেকে যে ছয়জন প্রার্থী আছেন তাঁদের কাউকে ভোটাররা চেনেনই না। এমনকি এক প্রার্থী অন্য প্রার্থীকেও চেনেন না। যার ফলে অনেকটা ফুরফুরে মেজাজেই নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী। তবে ভোটের মাঠে সমকক্ষ প্রতিদ্বন্দী না থাকলেও ভোটার উপস্থিতিই এখন মূল চ্যালেঞ্জ এ প্রার্থীর। ভোট কেন্দ্রে যদি ভোটার কম যায়, সেক্ষেত্রে অন্য প্রশ্ন এসে দাঁড়াবে। এ জন্য ভোটাদের কেন্দ্রে মূখী করতে নেতাকর্মীদের ঘাম ঝরাতে হবে।

এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। ভোটারদের ভোট কেন্দ্রে আনাটাই তাঁদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এ চ্যালেঞ্জকে সামনে রেখেই প্রচারণা শুরু করেছেন সাইফুজ্জামান চৌধুরী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এ আসনে বাকি ছয়জন প্রতিদ্বন্দ্বীরা হলেন- তৃণমূল বিএনপি থেকে মকবুল আহম্মদ চৌধুরী (সোনালী আশঁ), জাতীয় পার্টি থেকে আবদুর রব চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোহাম্মদ আবুল হোসেন (মোমবাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন (চেয়ার), বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. আরিফ মঈন উদ্দীন (একতারা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন মৌলভী রশিদুল হক (বটগাছ)।

অনেকেই বলেছেন, বাকি ৬ প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও তাঁরা দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা হয়তো পরিস্থিতি পর্যবেক্ষণের পক্ষে মত দিয়েছেন। তাঁদের মধ্যে যদিও হতাশার ছাপ ফুটে উঠেছে।

স্থানীয় ভোটাররা বলছেন, এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী অন্যান্য প্রার্থীদের তুলনায় বেশ স্বস্তিতে আছেন। দলের মধ্যে কেউ স্বতন্ত্র প্রার্থী না হওয়ায় সার্বিক বিবেচনায় নৌকা এগিয়ে। অন্য দলগুলোর শক্ত প্রার্থী না থাকায় বিজয়ী হবে নৌকা এটা অনেকটা নিশ্চিতভাবেই সবাই বলছেন।

চট্টগ্রাম-১৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবদুর রব চৌধুরী টিপু বলেন, ‘প্রচারণা ও গণসংযোগে আছি। তবে এখনো জনসভার কোনো পরিকল্পনা নেই। ‘ তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মকবুল আহম্মেদ বলেন, ‘নির্বাচনী প্রচার প্রচারণা চলতেছে। আমি প্রচারণায় আছি। এখনো পর্যন্ত সুন্দর ভাবে প্রচারণা চালাচ্ছি।’

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন বলেন, ‘প্রতিটি এলাকায় প্রচার প্রচারণা চালাবো ধাপে ধাপে। এখনো পর্যন্ত কোনো রকমের বাঁধা আসেনি।’

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১৩ আসনে দুটি উপজেলা। আনোয়ারা ও কর্ণফুলী। আনোয়ারায় ১১টি ইউনিয়ন ও কর্ণফুলীতে ৫ টি ইউনিয়ন। আনোয়ারায় ভোটকেন্দ্র ৭২ টি, কর্ণফুলীতে ৪৬টি মোট দুই উপজেলায় ১১৮টি। আনোয়ারায় ভোটকক্ষ ৪৮৪টি, কর্ণফুলীতে ২৬৮টি মোট ৭৫২টি কক্ষ।

আনোয়ারায় পুরুষ ভোটার ১ লাখ ২২ হাজার ১১৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ৪৯০ জন। কর্ণফুলীতে পুরুষ ভোটার ৬৭ হাজার ১২৬ জন ও মহিলা ভোটার ৫৯ হাজার ১৩১ জন। দুই উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৮৬৪ জন।

আরও পড়ুন

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

রাউজানের ডাবুয়ায় খালেদা জিয়ার সুস্থতার জন্যে খতমে কুরআন ও দো’য়া মাহ’ফিল

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু এবং ৫ দফা দাবি ইডেন শিক্ষার্থীদের

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

চকরিয়ায় স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দোয়ারাবাজারে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

১১ পেজ ও আইডির বিরুদ্ধে ডিবি কার্যালয়ে মামলা করলেন সাদিক কায়েম

সেন্টমার্টিন থেকে শাহপরীরদ্বীপ আসার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু,আহত-২