নুরুল ইসলাম সুমন, চকরিয়াঃ
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালেদ হোসাইনের বিয়াইন ও চকরিয়ার সুপরিচিত প্রতিষ্ঠান এমআর বিশ্ব সংযোগ–এর স্বত্বাধিকারী মরহুম আলহাজ্ব ওসমান সওদাগরের সহধর্মিনীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর চকরিয়ার স্থানীয় মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন মরহুমার আত্মীয়-স্বজন, এলাকার বর্ষীয়ান মুরব্বি সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং হাজারো মুসল্লি।
জানাজায় বক্তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, মরহুমা একজন ধর্মপ্রাণ, পরোপকারী ও নীতিবান নারী ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।