
নুরুল ইসলাম সুমন, চকরিয়াঃ
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালেদ হোসাইনের বিয়াইন ও চকরিয়ার সুপরিচিত প্রতিষ্ঠান এমআর বিশ্ব সংযোগ–এর স্বত্বাধিকারী মরহুম আলহাজ্ব ওসমান সওদাগরের সহধর্মিনীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর চকরিয়ার স্থানীয় মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন মরহুমার আত্মীয়-স্বজন, এলাকার বর্ষীয়ান মুরব্বি সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং হাজারো মুসল্লি।
জানাজায় বক্তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, মরহুমা একজন ধর্মপ্রাণ, পরোপকারী ও নীতিবান নারী ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০