জি এম টুটুলঃ
.
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় বক্তা আলহাজ্ব মাওলানা রেজাউল করিম কাওসারী মারা গেছেন (ইন্নাঃ)। মৃত্যুকালে তার বয়স হযেছিল ৫৫ বছর।
মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত একটায় তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাছ চাপরী জামে মসজিদের ইসলামী জালছায় বয়ানের শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এসময় তাকে দ্রুত এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রেজাউল করীম কাওছারী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া সড়াতলা গ্রামে ১৯৬৪ সালে আখেজ উদ্দিন খদগীরের ঘরে জন্মগ্রহণ করেন। জনপ্রিয় এই বক্তা উল্লাপাড়ার পশ্চিম বামনগ্রাম দাখিল মাদ্রাসার সুপার হিসাবে কর্মরত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সারা দেশে ইসলামী জালছায় সু-মধুর কন্ঠে ওয়াজ নসিহত করতেন। চমৎকার উপস্থাপনা, তথ্য নির্ভর যুক্তি আর অসাধারণ ছন্দময় শব্দের গাথুনী মিশ্রিত বক্তব্যের কল্যাণে অল্প সময়েই সারা বাংলাদেশে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। এমনকি ইউটিউব বা সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী বাংলাভাষা ভাষি জনগোষ্ঠীর মাঝে ব্যাপক সাড়া ফেলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ২মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি সহজেই যে কাউকে আপন করে নিতে পারতেন।
উপজেলার কয়ড়া খামারপাড়া মাঠে (বিশাল ফলসি মাঠ) আজ বিকেল ৩টায় জানাজা শেষে তাকে নিজ গ্রাম কয়ড়া সরাতলা কবরস্থানে দাফন করা হয়। নিজ এলাকা ছাড়াও পাবনা, নটোর এবং সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার লক্ষাধিক মানুষ তার জানাজায় অংশগ্রহন করেন।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন, উল্লপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম শফি, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মারুফ বিন হাবিব, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলী আলম, উল্লাপাড়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তাহের প্রমূখ। জনপ্রিয় এই মাওলানার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।