মো: জাহিদ আলী
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল জলিল প্রামানিককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে মৌখাড়া উচ্চ বিদ্যালয় মাঠে গার্ড অফ অনার প্রদান করে সম্মাননা জানান সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ।
পরে বিদেহী আতœার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, ইউএনও আনোয়ার পারভেজ, নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান প্রমূখ। এছাড়া সরকারি বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ নাটোর জেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ এলাকার হাজারো মানুষ তার জানাযায় অংশ নেয়। বাদ জোহর তার বাসভবনে এলাকায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।