আলো চৌধুরী :
১০ নভেম্বর তরুণ লেখক ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান সাজিদ- এর শুভ জন্মদিন। তিনি চায়ের দেশ মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরি বিষয়ে স্নাতক করছেন। পড়াশোনার পাশাপাশি লেখালেখির মাধ্যমে তিনি ক্যাম্পাসে পরিচিত মুখ। অমর একুশে বইমেলা ২০১৯-এ তার সম্পাদনায় প্রকাশিত হয় ‘তারুণ্যের ভাবনা ‘ নামে একটি বই।
জন্মদিন পালনের অনুভূতি জানতে চাইলে তরুণ এই লেখক বলেন, ‘ আজই প্রথম আনুষ্ঠানিকভাবে আমার জন্মদিন পালন করা হল। আজ অনেক উপহারও পেয়েছি। তাই শুধু ভালো লাগছে বললে একটু ভুল হবে,খুবই ভালো লাগছে। তরুণ এই লেখক লেখালেখি করে ইতোমধ্যে বেশ সম্মানিত হয়েছেন, পেয়েছেন বেশ কিছু সম্মাননা । পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা, অর্জন করেছেন পরিচিতি। লেখক সাজিদের ২৩ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন।