ফারহানা সুপ্তি, নিজস্ব প্রতিবেদক:
ভারতীয় অ্যানিমেশনের জনক বলে খ্যাত ‘রাম মোহন’ ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন ।
১৯৯০-এর দশকে উপমহাদেশের মেয়েদের অধিকার সুংসহত করার লক্ষ্য “মীনা” কার্টুন প্রচারের উদ্যোগ নেয় ইউনিসেফ।
সেসময় সবার কাছে গ্রহণযোগ্য একটি মুখাবয়ব সৃষ্টির জন্য তারা দ্বারস্থ হয় রাম মোহনের কাছে। পরে, তাঁর রং-তুলিতেই ফুটে ওঠে “মীনা” কার্টুনের এই জনপ্রতি রূপ টি।
শুক্রবার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ভারতের অ্যানিমেশন বিষয়ক ওয়েবসাইট অ্যানিমেশন এক্সপ্রেস।