নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার এএসআই মুহাম্মদ শাকিল খাঁন।
গত সেপ্টেম্বর (২০১৯) মাসে এএসআই শাকিল খাঁন লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা হতে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মাদক বিক্রেতা, সাজাপ্রাপ্ত আসামীদেরকে আটক করে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করায় তাকে শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে।
১৯ অক্টোবর শনিবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক মাসিক কল্যাণ ও আলোচনা সভায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ট এএসআই হিসেবে লোহাগাড়া থানার এএসআই শাকিল খাঁনকে সম্মাননাস্বরুপ ক্রেষ্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে-আলম মিনা বিপিএম(বার) পিপিএম। এসময় চট্টগ্রাম জেলা সহকারী পুলিশ সুপার একেএম এমরান ভুইয়া সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরুষ্কারপ্রাপ্ত এএসআই শাকিল খাঁন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা স্যার ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম স্যারের আন্তরিকতায় আজকের এ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। ওসি স্যারের কাছ থেকে সবসময় সুন্দর পরামর্শ পেয়েছি। স্যারের পরামর্শ অনুযায়ী কাজ করেছি। তিনি এ সম্মাননা অর্জন করায় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।