ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

টেইলরের চোখে মাশরাফিই সর্বসেরা দলপতি

প্রতিবেদক
নিউজ ভিশন
১২ এপ্রিল ২০২০, ১১:০৯ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ, ক্রীড়া প্রতিবেদক।
জিম্বাবুয়ের উইকেট কিপার ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর মাশরাফিকেই বাংলাদেশের সর্বসেরা অধিনায়ক হিসেবে মানছেন। গতকাল বিখ্যাত ক্রিকেটীয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক সাক্ষাৎকারে এই কথা জানান। তিনি মাশরাফিকে বাংলাদেশের সেরা অধিনায়ক বলার পাশাপাশি ম্যাশকে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে আহবান করেন। ক্রিকেট মাঠে মাশরাফির লড়াকু মনোভাবকেও প্রশংসিত করেন।

২০০৪ সালে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় টেইলরের। ২০১৫ সালের বিশ্বকাপের পর জাতীয় দল ছেড়ে কাউন্টি খেলতে ইংল্যান্ডে পাড়ি জমান টেইলর। এরপর জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সমঝোতায় ২০১৮ সালে আবার জাতীয় দলে ফিরে আসেন। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেন ব্রেন্ডন টেইলর। অধিনায়ক হিসেবে যা ছিলো মাশরাফির সর্বশেষ ম্যাচ। একজন কিংবদন্তী অধিনায়কের বিদায়ী ম্যাচে থাকতে পেরে আনন্দিত অনুভব করেছেন বলে জানিয়েছেন টেইলর। মাশরাফিকে নিয়ে টেইলর বলেন,

কিছুদিন আগেই আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি, যখন মাশরাফি অধিনায়ক হিসেবে সর্বশেষ ম্যাচ খেলেছিলো। একজন বিজয়ী অধিনায়কের বিদায়ী মুহূর্ত আমাকে পুলকিত করেছে। নিঃসন্দেহে মাশরাফি বাংলাদেশের সবচেয়ে সেরা অধিনায়ক। খেলার মাঠে এক লড়াকু সৈনিক। মাশরাফির বিপক্ষে আমি অনেক ম্যাচ খেলেছি। সে একাধিক বার আমার উইকেট পেয়েছে। সে সবর্দা চ্যালেঞ্জের জন্য মুখিয়ে থাকে। আমি আশা করবো, মাশরাফি আরও কিছুদিন তার খেলা চালিয়ে যাবে।

২০১৪ সালে অধিনায়ক হিসেবে দলে আবির্ভাব হয় নেতা মাশরাফির। এর আগে ২০১০ এ দায়িত্ব পেলেও দীর্ঘ মেয়াদী অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন ২০১৪ এর জিম্বাবুয়ে সিরিজ থেকে। অধিনায়কত্বের ইতিও টেনেছেন গত জিম্বাবুয়ে সিরিজে। একজন দলপতি হিসেবে মোট ৮৮ ম্যাচের নেতৃত্বে জয়ের অর্ধশত মাইলফলক স্পর্শ করেন ম্যাশ। নেতার গুণে পাল্টে যায় গোটা সমাজ। মাশরাফির গুণে আমূল পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্রিকেটে। ২০১৫ সালের পর থেকে পৃথিবী দেখেছে ক্রিকেট বিশ্বের নতুন বাংলাদেশ। বিশ্বকাপে প্রথম বারের মতো কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল, একাধিক বার এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ পৌঁছেছে মাশরাফির নেতৃত্বে। হয়তো এজন্যই নেতা মাশরাফি সকলের চোখে সর্বসেরা।

262 Views

আরও পড়ুন

বুক রিভিউ:সময়ের ছবি ‘নীরব কোলাহল’

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৬ষ্ঠ মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাওরের জনপদ এখন উচ্চশিক্ষায় আরো এগিয়ে যাবে–ড. মোঃ আবু নঈম শেখ

রাবিতে গ্রীন ভয়েস এর নেতৃত্বে মাহিন-সিরাজুল

ডেকে নিয়ে হত্যা করা হয় মনিরকে

নাইক্ষ্যংছড়িতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার !!

আগামী দিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি: নাজমুল মোস্তফা আমিন

নাটোরে অস্ত্রসহ আওয়ামীলীগ নেতা ও তার সহযোগী আটক

দুর্লভ নিদর্শনে সমৃদ্ধ এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর

রাবিতে ছাত্র উপদেষ্টার আহবানে গাছ থেকে পেরেক অপসারণ

শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত