ঢাকাশনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪
  1. সর্বশেষ

শিক্ষাকে বইয়ের পাতা থেকে মুক্তি দিন

প্রতিবেদক
নিউজ ভিশন
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:০০ অপরাহ্ণ

Link Copied!

শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া একটি জাতি কখনোই মাথা উঁচু করে দাড়াতে পারেনা। শিক্ষা একটি জাতিকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যায়। কিন্তু জাতির মেরুদণ্ড শিক্ষা কি? সে বিষয়টাই আমরা বুঝি না। বাংলাদেশে শিক্ষা শব্দটাকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। আমাদের দেশে শিক্ষা বলতে ৫ বছরের একটা শিশুর উপর একগাদা বই চাপিয়ে দেওয়া, সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত স্কুলের চার দেয়ালে বন্ধি করে রাখা।যেখানে বইয়ের পাতার মধ্যেই সীমাবদ্ধ করে রাখা হয় কোমলমতি শিশুর দুরন্তপনা সময়টাকে।যে বয়সে একটি ছেলে তার চারপাশটা নিয়ে রূপকথার গল্প তৈরির কথা, সে বয়সেই আমরা তাদেরকে বইয়ের পাতায় সীমাবদ্ধ করে ফেলি। চারপাশটাকে তারা জানার সুযোগ পায়না। আমাদের সমাজ, রাষ্ট্র, শিক্ষাব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়ে দেয় শিক্ষার মাহাত্ম্য হচ্ছে ভাল একটা চাকরি। বাকী জীবনটা শিক্ষার সুদে খাটিয়ে দেওয়ার মূলমন্ত্রটা ঢুকে যায় আমাদের মাথায়। আর এই মূলমন্ত্র নিয়েই আমরা স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো অতিক্রম করে। ফলে দেশপ্রেম ও নৈতিক শিক্ষা আমাদেরকে স্পর্শ করতে পারেনা। একসময় চাকরির মূলমন্ত্র নিয়ে চাকরির বাজারে প্রবেশ করে, প্রতিযোগিতায় অনেকে ঠিকতে না পেরে মাদকাসক্ত, ছিনতাই, রাহাজানি ও বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে যায়।আর যারা চাকরি জীবনে প্রবেশ করে, তারা দেশপ্রেম ও নৈতিকতার অভাবে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে। অনেকে রাজনীতিতে প্রবেশ করে নিজেদেরকে জনগণের প্রভু মনে করেন। সাধারন মানুষের অর্জিত কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেয়। দেখার যেন কেউ নেই। এর একমাত্র কারন হচ্ছে আমাদের সমাজ,রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থা আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারেনি। বিশ্বের উন্নত দেশগুলোর উন্নতির পিছনে একমাত্র কারন হচ্ছে জীবনমুখী প্রকৃত শিক্ষা।তারা তাদের অর্জিত শিক্ষাকে বাস্তব জীবনে সাথে কাজে লাগায়। তারা শৈশবকাল থেকেই দেশপ্রেম ও নৈতিকতার শিক্ষা পায়। স্কুল,কলেজ,বিশ্ববদ্যালয়গুলো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, সেখানে শেখানো হয় নৈতিকতা, আত্মনির্ভরশীলতা, সহনশীলতা ও দেশপ্রেম। কিন্তু আমাদের বাংলাদেশে তা ব্যতিক্রম, এখানে পাঠ্যবইয়ের মধ্যেই শিক্ষাকে সীমাবদ্ধ করে রাখা হয়।
এভাবে যদি একটি দেশের শিক্ষাব্যবস্থা চলতে থাকে তাহলে এই জাতি একদিন মুখথুবড়ে পড়বে। অর্থনীতি, রাজনীতি, সাংস্কৃতিক ও সামাজিক সর্বক্ষেত্রে পিছিয়ে পড়বে। তাই আমাদের শিক্ষাব্যবস্থাকে বইয়ের পাতা থেকে বের করে আনতে হবে। বাংলাদেশ সরকার ও শিক্ষানীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষাকে পাঠ্যবই থেকে বের করে প্রকৃত শিক্ষার সংস্পর্শে নিয়ে আসুন। তাহলে সমাজ,রাষ্ট্র ও আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।

লেখক :মোঃ আল আমিন হোসেন
শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

189 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির মতবিনিময়

ফটিকছড়িতে ছাত্র অধিকার পরিষদের আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বের করে ছাত্রদলের জবির হল দখল

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরি আলোচনা সভা সম্পন্ন

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

শান্তিগঞ্জে ১০ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক শাহীনকে সংবর্ধনা প্রদান 

জামালপুরে আওয়ামী নেতা বাবুল ক্ষমতাকে পুঁজি করে সম্পদের পাহাড় গড়েছেন

ক্ষুদ্র পাট ব্যবসায়ী ধর্মমন্ত্রী হয়ে হাজার কোটি টাকার মালিক, রয়েছেন আত্মগোপনে 

সরকার পতনের এক মাসপূর্তিতে শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ অনুষ্ঠিত

শেরপুরে সরকারি আবাসনে বসবাসকারী হিজড়াদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন