ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী আর নেই

প্রতিবেদক
নিউজ এডিটর
৩১ জানুয়ারি ২০২১, ১:১৯ পূর্বাহ্ণ

Link Copied!

এ.এম জিয়া হাবীব আহসান

১৯৬২-৬৯ সালের নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক,৬৭-৬৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠক বরেণ্য সমাজসেবক ও দ্বীনি প্রতিষ্ঠানের স্থপতি, শ্রদ্ধেয় চাচাজান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধূরী আর নেই। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজেউন)।
তিনি করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় ১ মাস যাবত পার্ক ভিউ হাসপাতালে এবং পরবর্তীতে ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । গত ২৯ জানুয়ারি ২১ জুমআ এর রাত আনুমানিক ১০:৩০ মিনিটে ইম্পেরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । হাটহাজারীর তদানিন্তন বৃহত্তর গুমানমর্দনের নাঙলমোড়া ইউনিয়ন ছিল সে সময়ের শিক্ষা-দিক্ষা, রাজনীতি ও সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দু। তিনি ছিলেন নাঙলমোড়া ইউনিয়নেরর বাসিন্দা। তাঁর পিতা ছৈয়দ আহমদ কেরানী ও একজন ধর্মপ্রাণ সমাজসেবক ছিলেন । ৬ ভাই, ২ বোনের মধ্যে সিরাজ চাচা ছিলেন ২য়। চাচার ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে ২ ছেলেই অস্ট্রেলিয়া প্রবাসী । নাঙলমোড়া গ্রামের বাজার ছিল তখন সকল শ্রেণীর শিক্ষিত ছাত্র, যুবকদের মিলনকেন্দ্র । নাঙলমোড়া স্কুলে অধ্যায়নকালে তিনি যুক্তফ্রন্টের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন । তরুণ সমাজ তখন গঠনমূলক চিন্তা ভাবনা করত। তিনি কলেজিয়েট স্কুল এ মেট্রিককুলেশন পর্যন্ত অধ্যায়ন করেন । এরপর তিনি কমার্স কলেজে ভর্তি হন । ১৯৬২ সালে চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয় । শিক্ষা আন্দোলনের সময় তিনি দিশারী কমার্স কলেজ শাখার প্রেসিডেন্ট ছিলেন । ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিকে বুকে ধারণ করে ১৯৬২ সালের ২০ শে ফেব্রুয়ারী তাঁরা চট্টগ্রাম কলেজে প্রথম শহীদ মিনার স্থাপণ করেন । ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৬২-৬৯ পর্যন্ত তিনি পুরোপুরি রাজপথে ছিলেন । বেশ কয়েকবার গ্রেপ্তার হন, ৫টি মামলার আসামী হয়েও আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলেন অতোপ্রতোভাবে। অন্যায়ের পক্ষে কখনো হার মেনে নেননি । স্বাধীন পাকিস্থানের অখন্ডতা যে বেশি দিন টিকবে না তা তখন থেকে তিনি বুঝতে পেরছিলেন। তিনি ক্রমান্বয়ে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন । চট্টগ্রামে সামরিক শাসন বিরোধী আন্দোলনের প্রথম সুত্রপাত করেছিলেন সিরাজ চাচারা। ৭১ সালের ১লা মার্চের ইয়াহিয়া খানের ঘোষণার পর চট্টগ্রামের জনপদের চিত্র ও আমার ভূমিকা সম্পর্কে গবেষক সাখাওয়াত হোসেন মঞ্জুর রচিত “রণাঙ্গনে সুর্য সৈনিক” ও সাংবাদিক ইদ্রিস আলম রচিত “আমরা এখন যুদ্ধে” গ্রন্থদ্বয়ে বিস্তারিত লিপিবদ্ধ আছে । মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ডা. মাফুজুর রহমান কর্তৃক গ্ররহীত আমার সাক্ষাৎকারটি এ প্রসঙ্গে প্রাণিধানযোগ্য (www.mjgobeshona.org) মরহুম এডঃ সুলতানুল কবির ও চাচার নেতৃত্বে শহরে মিছিল হয় । তৎকালীন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তিনি চকবাজার এলাকায় নিজ এরিয়া থেকে অপারেশন করেছিলেন । মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতে প্রশিক্ষণ গ্রহণ করতে সেখানে যান । দেশে ফিরে এসে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করলেও তিনি মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্ত হননি । দেশ স্বাধীনের ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকে রাজনীতিতে তিনি নিজেকে গুটিয়ে নেন । ১৯৪৯-৫০ সনের দিকে আমার দাদা মরহুম এম. আমিনুল্লাহ সিরাজ চাচা ও তাঁর বড় ভাই আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর শিক্ষক ছিলেন । তখন তাঁরা দু’ভাই দাদার ঘরে গিয়ে প্রাইভেট পড়তেন সে যুগে এমন দক্ষ শিক্ষকের সন্ধান পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার । আমার দাদা তদানীন্তন সময়ে এন্ট্রাস পাশ ছিলেন । বার্মায় (বর্তমানে মায়ানমার) প্রখ্যাত দানবীর আদালত খাঁ ও আমার দাদাজানের ছাত্র ছিলেন । তখন আমার শ্রদ্ধেয় পিতা মরহুম এডভোকেট আবু মোহাম্মদ য়্যাহয়্যার সাথে তাঁর পরিচয় ও হৃদ্যতা । আমার বাবা সিরাজ চাচার বড় ভাই নজরুল ইসলাম চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন । আমার বাবা সিরাজ চাচাকে ছোট ভাই তুল্য মনে করতেন, সিনিয়র ও জুনিয়র এর মধ্যে অত্যন্ত মান সম্মানগত সম্পর্ক ছিল । সিরাজ চাচা আমার চাচা আবু মোহাম্মদ এয়াছিনের ঘনিষ্ট বন্ধু ছিলেন । ১৯৭৩ সালে বৃহত্তর গুমানমর্দনকে প্রশাসনিক সুবিধার জন্য ৩ ভাগে ভাগ করতে তিনি প্রস্তাব দেন এবং পরবর্তীতে তা বাস্তবায়িত হয় । বিপণী বিতানের ২য় তলায় লাকী ষ্টেশনারী বলে তাঁর একটি পারিবারিক ব্যবসায় ছিল । আমার পিতা মুক্তিযুদ্ধ চলাকালে এবং গ্রাম উন্নয়ন ও সমবায় আন্দোলনে তাঁরা দু’ভাইয়ের যথেষ্ট সহযগিতা পান । তিনি যেকোন প্রয়োজনে সৎ পরমর্শের জন্য আমার আব্বার শরণাপন্ন হতেন । আমার পিতার মৃত্যুর পর সিরাজ চাচা আইনগত বিষয়ে পরামর্শের ক্ষেত্রে আমাকে গুরত্ব দিতেন । কর্ণফুলী থানাধীন কিছু সম্পত্তি ভূমিদস্যু চক্র জালদলিল করে আত্নস্বাতের চেষ্টা করলে তিনি আইনী সহায়তার জন্য আমার সাহায্য নেন । মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলে তিনি তা তদন্তের জন্য নির্দেশ দেন এবং তদন্তে অভিযোগের সত্যতাও পাওয়া যায় । কিন্তু জমি ফেরত না পাওয়ায় মনে দুঃখ নিয়ে পৃথিবী ছেড়ে চলে যান । তিনি এলাকায় নিজ ব্যয়ে মসজিদ, মাদ্রাসা এতিমখানা নির্মান করেন । যার ওয়াকফ দলিলটিও আমার দ্বারা লিখিয়েছিলেন । সিরাজ চাচা আমাকে অত্যন্ত স্নেহ ও বিশ্বাস করতেন । কিছুদিন আগে তাঁর পরিবারের একটি দলিল রেজিঃ সময় তিনি তাঁর স্ত্রী পরিবারকে ডেকে বলেন, তোমরা যেকোন বিষয়ে আমার ভাতিজার সাথে পরামর্শ করবে । হাসপাতালে গুরতর অসুস্থ থাকা অবস্থায়ও তিনি ফোনে আমার সাথে কথা বলেন এবং সকলের খবরা খবর নেন । চট্টগ্রাম আইনজীবী ভবনের আমাদের ৮০ নং চেম্বারের আমার সব সাথে এসোসিয়েটদের চাচার খুব ভাল সম্পর্ক ছিল, বিশেষ করে করে আমার স্নেহধন্য জুনিয়র এডভোকেট প্রদীপ আইচ দীপুকে পুত্র বৎসল স্নেহ করতেন । আমাকে না দেখিয়ে কোন কাগজে তিনি স্বাক্ষর করতেন না । সরকাররে উচ্চ পদস্থ ব্যক্তিদের সাথে সম্পর্ক ও আত্নীয়তা থাকলেও কখনো কারো কাছে তিনি সাহায্য চান নি । স্বধিকার আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে আমার বাবার কথা বার বার স্মরণ করতেন । তিনি একাধিকবার হজ্ব ও ওমরা করেন প্রায় প্রতি বছরই রমজানে ওমরাহ্ এতেকাফ নিতেন । চট্টলবীর মহিউদ্দীন চৌধুরী তাঁকে খুব পছন্দ করতেন ও বড় ভাইয়ের মত সম্মান করতেন । তারুণ্যের প্রিয় নেতা বীর চট্টলার অহংকার চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তাঁর নিজের পেইজে গভীর শোকবার্তা প্রকাশ এবং সিরাজ চাচার আত্নার মাগফিরাত কামনা করেন । জেলা প্রশাসনের পক্ষ থেকে মহসিন কলেজস্থ মাঠে জানাজা শেষে তাঁকে গার্ড অফ অনার দেয়া হয় । সিরাজ চাচাকে মিসকিন শাহ মাজারস্থ কবর স্থানে অত্যন্ত মান-মর্যাদার সহিত দাফন করা হয় । সর্বশেষে মরহুম মোহাম্মদ সিরাজুল ইসলাম চাচার বহু অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং মহান আল্লাহ্ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ্ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন ।

লেখকঃ আইনজীবী, কলামিস্ট, মানবাধিকার ও সুশাসনকর্মী ।

83 Views

আরও পড়ুন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে জেলা সুজনের মানববন্ধন

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ স্বচ্ছ রাজনীতির চর্চায় ঐক্যবদ্ধ

কাপাসিয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

কাপাসিয়ায় নবাগত লেখক ও সাংবাদিকদের সাথে সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

নীলফামারীতে হবে চিন সরকারের হসপিটাল: স্বাস্থ্যের ডিজি

ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে নিহত দুইজনের পরিবারের পাশে বিএনপি

ঠাকুরগাঁওয়ে ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজের বর্ষবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জুরীতে ২৫ নারী উদ্যোক্তাদের গবাদি পশু ও তাঁত শিল্প সামগ্রী বিতরণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুরের দুই ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রাম পিটিআইয়ের প্রশিক্ষণার্থীদের স্কাউটসের ওরিয়েন্টেশন কোর্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তায় জবি ছাত্রদলের হেল্প ডেস্ক

আজ বিশ্ব লিভার দিবস: জেনে নিন লিভার সম্পর্কে