ঢাকারবিবার , ১১ মে ২০২৫
  1. সর্বশেষ

ধুমপান ও তামাকের ক্ষয়ক্ষতি সম্পর্কে পরিবেশ সচেতনতা বৃদ্ধি দেশ ও জাতির করণীয়

প্রতিবেদক
নিউজ এডিটর
২ মে ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ণ

Link Copied!

================

দেশের প্রতিটি অফিস,আদালত, সচিবালয়, স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে ও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তকে বিভিন্ন সমাবেশ,সেমিনার র‌্যালি, শ্যাম্পুজিয়াম এবং মাধ্যমে ধুমপান ও তামাকের মারাতœক ক্ষয়ক্ষতি সচিত্র চিত্র ও প্রতিবেদন তুলে ধরার জন্য একান্ত আবশ্যক। উল্লেখ্য যে, প্রতিটি প্রতিষ্ঠানে
অমনকি যানবাহন,হাটবাজার ও দোকান পাট ও খেলার মাঠে ধুমপান বর্জন ও কঠোর হস্তে দমন ও উল্লেখিত স্থানে ধুমপান সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ও বর্জন করতে হবে।
শুধু তাই নয় বর্তমানে পাবত্য বান্দরবান জেলা লামা, আলীকদম ও রামু কক্সবাজার চকিরয়ায় এক শ্রেণির কৃষক ব্যাপক হারে তামাক চাষ করে আসতেছে। ফলে অত্র এলাকায় পরিবেশের ও জন স্বাস্থের মারাতœক ক্ষয়ক্ষতি প্রভাব ফেলেছে।

যেমন: জমির উর্বরতা শক্তি হ্রাস, ছেলেমেয়েদের স্বাস্থের ঝুঁকি। বর্তমানে ঐ অঞ্চলে কৃষক অর্থকরি ফসল চাষাবাদ হৃাস বিমুখবর্তী। সর্বোপরি, এই তামাকে পোড়ানোতে
হাজার মণ জ¦ালানি কাঠ সংগ্রহ করে তামাক পোড়ানোর জন্য ব্যবহৃত হয় । যার দরুণ বন ও পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে। তাদেরকে ক্ষতিকর তামাক চাষাবাদ থেকে বিরত রেখে অতি শীগ্রই প্রয়োজনীয় সবজি ও বিভিন্ন অর্থকরি ফসল চাষে উদ্ভুদ্দ করার জন্য প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্ট মহল বিশেষ প্রনোদনার মাধ্যমেও তাদেরকে এই মারাত্মক তামাক চাষ থেকে বিরত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

শুধু তাই নয় সরকারের প্রচার মাধ্যমে যেমন: বেতার, টিলিভিশন,সংবাদপত্র ও বেসরকারি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ব্যাপক হারে তামাক ও ধুমপানের কুফল ক্ষয়ক্ষতি সম্পর্কে সর্বস্তরের জনসাধারনকে অবহিত করার জন্য ব্যাপক জনসচেতনা সৃষ্টি তামাক ও ধুমপানের বিজ্ঞাপন নিশিদ্ধ করতে হবে। উল্লেখযোগ্য ভুমিকা পালন
করতে হবে এবং ব্যাপক মিডিয়ার প্রচার প্রসার ঘটিয়ে ধুমপান ও তামাকের ক্ষয়ক্ষতিগুলো দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে এবং পরিবেশ অধিদপ্তর ও বন
বিভাগকে আরও যোরদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তাহলে তামাক ও ধুমপানের ক্ষয়ক্ষতির হাত থেকে দেশ ও জাতির মারাত্মক পরিবেশ দূষণ থেকে রক্ষার জন্য অনতি বিলম্বে বর্তমান তামাক ধুমপান নিয়ন্ত্রণ বিরুধি
আইনটি প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা ও যথাযথ কঠোর হস্তে প্রয়োগ করার জন্য সংশ্লিষ্ট মহলের নিকট জোর দাবী জানাই।

একনজরে তামাক ও ধুমপানের ক্ষয়ক্ষতি সমূহ:
 ধুমপান ও তামাক দেশ ও জাতির মারাত্মক ক্ষতি করে।
 ধুমপান মানসিক অপূরণীয় আর্থিক ক্ষতি করে।
 ধুমপান ও তামাক পরিবেশের মারাত্মক হুমকি স্বরূপ।
 ধুমপান ও তামাক স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর।
 ধুমপান ও তামাক মানুষের আয়ু কমায় এবং ধুমপান করা মানে বিষ পান করা
যা মানুষের মৃত্যু ঘটায়।
 ধুমপান ও তামাক মানুষের হৃদরোগের অন্যতম কারণ।
 ধুমপান ও তামাক এর কারণে মানুষের ফুসপূসে মারাত্মক ক্যান্সার এর মতো
মরণব্যধি রোগ সৃষ্টি করে।
 ধুমপান ও তামাক বায়ুকে দূষিত করে।
 ধুমপান ও তামাক মানুষের কোটি টাকা অপচয় হয়।
 ধুমপান আপনার জীবনকে যে কোন মূহুর্তে থামিয়ে দিতে পারে।

“বই পড়–ন, বই কিনুন, বই প্রিয়জনকে উপহার দিন।
মনে রাকবেন বই পড়ে কেউ কোনদিন দেওলিয়া হয়নি।”

==============
মোহাম্মদ নুুরুল আবছার (ফরেষ্ট অফিসার)
লেখক ও গবেষক

390 Views

আরও পড়ুন

শরণখোলায় বনের রাণী লোকালয়ে! ধরা পড়েও ফিরল নিজ রাজ্যে।

বোয়ালখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত

কাপাসিয়ায় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য গাফ্ফার চৌধুরীর স্মরনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে সোনাগাজীর তিন ইউনিয়নে তাঁতী দলের প্রস্তুতি মিছিল

মহেশখালীতে আলীগের নেতৃত্বে সুন্নি সমাবেশ।

বিশ্বম্ভরপুরে এক দফা-এক দাবি বাস্তবায়নে ইউএনও মফিজের অপসারণে লং ‘মার্চ ও অবস্থান কর্মসূচি

টেকনাফে পানের বরজে দুটি বস্তা থেকে১৬কোটি টাকার ইয়াবা উদ্ধার

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৭৪২বস্তা ইউরিয়া সারসহ ট্রলার জব্দ,আটক-১১

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার

স্ক্যাবিস: প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন

বিশ্বম্ভরপুরে ইউএনও এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন