ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রামপুরে প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি!

প্রতিবেদক
নিউজ ভিশন
১১ জুলাই ২০২০, ১২:০৩ পূর্বাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ।
চাঁদপুর জেলার সদর উপজেলার রামপুর ইউনিয়নের মুন্সী বাড়িতে সিঁদেল চুরি হয়েছে।ব্যবসায়ী সেলিম মুন্সীর ঘরে সিঁদ কেটে মোটা অঙ্কের নগদ অর্থ এবং স্বর্ণালংকার হাতিয়ে নেয় চোরের দল। গতকাল (৯ জুলাই) বৃহস্পতিবার ভোরের দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, ব্যবসায়ী সেলিম মুন্সীর বসতঘরের উত্তর পাশে সিঁদ কেটে প্রবেশ করে চোরের দল। ঘরে তার পরিবারের সদস্যরা শায়িত থাকলেও কেউ টের পাননি। এসময় নগদ ৩ লাখ টাকা এবং আলমারির দুটি ড্রয়ার ভেঙে প্রায় ১০ ভরির অধিক স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায় চোরেরা।

চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে চারটি স্বর্ণের চেইন, একটি নেকলেস, ছয়টি রিং এবং সাত জোড়া কানের দুল।

ভুক্তভোগী সেলিম মুন্সীর ছেলে আবু নাইম জানান, ‘গতকাল আনুমানিক মধ্য রাতে আমাদের ঘরে চোর প্রবেশ করে। সে ঘরে আমরা তিন ভাই-বোন শায়িত ছিলাম। অপর ঘরে আব্বু- আম্মু শায়িত থাকলেও তাদের বাহির থেকে আটকে দেওয়া হয়। অবাক হই যে, আমরা কেউই টের পাইনি।”

তাছাড়া চুরি যাওয়া মালামাল নিয়ে তিনি আরও বলেন, “ঘরে বাবার ব্যবসায়ের নগদ প্রায় ৩ লাখ টাকা ছিলো, সেটা নিয়ে যায়। তাছাড়া আম্মু এবং আপুদের মিলিয়ে প্রায় ১০ ভরির উপরে স্বর্ণ ছিলো। আলমারি ভেঙে সেটাও আত্মসাৎ করে চোরের দল।”

তবে ব্যবসায়ী সেলিম মুন্সীর দাবি, চোরেরা তার বাড়ি সম্পর্কে আগে থেকেই অবিদিত বা পূর্ব পরিচিত এবং পরিকল্পিত ভাবে এই সিঁদেল চুরি হয়।

জানা গেছে, চুরির ঘটনা নিয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। আগামীকাল পুলিশের তদন্তে আসার কথা রয়েছে।

আরও পড়ুন

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

অনির্দিষ্টকালের জন্য এনআইডির সকল সেবা বন্ধ

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস