মুহা. ইকবাল আজাদ।
চাঁদপুর জেলার সদর উপজেলার রামপুর ইউনিয়নের মুন্সী বাড়িতে সিঁদেল চুরি হয়েছে।ব্যবসায়ী সেলিম মুন্সীর ঘরে সিঁদ কেটে মোটা অঙ্কের নগদ অর্থ এবং স্বর্ণালংকার হাতিয়ে নেয় চোরের দল। গতকাল (৯ জুলাই) বৃহস্পতিবার ভোরের দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, ব্যবসায়ী সেলিম মুন্সীর বসতঘরের উত্তর পাশে সিঁদ কেটে প্রবেশ করে চোরের দল। ঘরে তার পরিবারের সদস্যরা শায়িত থাকলেও কেউ টের পাননি। এসময় নগদ ৩ লাখ টাকা এবং আলমারির দুটি ড্রয়ার ভেঙে প্রায় ১০ ভরির অধিক স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায় চোরেরা।
চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে চারটি স্বর্ণের চেইন, একটি নেকলেস, ছয়টি রিং এবং সাত জোড়া কানের দুল।
ভুক্তভোগী সেলিম মুন্সীর ছেলে আবু নাইম জানান, 'গতকাল আনুমানিক মধ্য রাতে আমাদের ঘরে চোর প্রবেশ করে। সে ঘরে আমরা তিন ভাই-বোন শায়িত ছিলাম। অপর ঘরে আব্বু- আম্মু শায়িত থাকলেও তাদের বাহির থেকে আটকে দেওয়া হয়। অবাক হই যে, আমরা কেউই টের পাইনি।"
তাছাড়া চুরি যাওয়া মালামাল নিয়ে তিনি আরও বলেন, "ঘরে বাবার ব্যবসায়ের নগদ প্রায় ৩ লাখ টাকা ছিলো, সেটা নিয়ে যায়। তাছাড়া আম্মু এবং আপুদের মিলিয়ে প্রায় ১০ ভরির উপরে স্বর্ণ ছিলো। আলমারি ভেঙে সেটাও আত্মসাৎ করে চোরের দল।"
তবে ব্যবসায়ী সেলিম মুন্সীর দাবি, চোরেরা তার বাড়ি সম্পর্কে আগে থেকেই অবিদিত বা পূর্ব পরিচিত এবং পরিকল্পিত ভাবে এই সিঁদেল চুরি হয়।
জানা গেছে, চুরির ঘটনা নিয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। আগামীকাল পুলিশের তদন্তে আসার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০