ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে যাত্রীবাহি লেগুনা নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে শিশু ও নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল অনুমানিক ৪ টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের বুড়াগাঁও-আলাপুর গ্রামের মধ্যখানে সদরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। তবে তাতক্ষনিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, লেগুনাটি খালে পড়ার আগে বিকট শব্দ হয়। শব্দ হওয়ার এক মিনিটের মধ্যে লেগুনাটি নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে যায়। এ ঘটনায় ওই লেগুনার যাত্রী, নারী ও শিশুসহ অন্তত ১২জন আহত হয়েছেন। স্থানীরা আহতরের উদ্ধার করে কৈতক ২০ শয্যা হাসপাতাল ও ছাতক হাসপাতালে পাঠানো হয়। তবে এ ঘটনায় তিন শিশু গুরুতর আহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি (বদিরগাঁও) ইনচার্জ মো. রুনু মিয়া ও সঙ্গীয় ফোর্স তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে লেগুনার ভিতরে ব্যাপক তল্লাশি করা হচ্ছে। জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি (বদিরগাঁও) ইনচার্জ মো. রুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।##