অলিউর রহমান স্টাফ রিপোর্টার ছাতকঃ
সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় ফারুক মিয়া(৫০) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের সুনামগঞ্জ থেকে আসা সিলেট গামি রাউলী নামক স্থানে বাস চাপায় ফারুক মিয়া নামের এক জনের মৃত্যু হয়।
জানা যায় নিহত ফারুক মিয়া দক্ষিন সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোনা গ্রামের মকবুল আলীর পুত্র। সে রাউলী গ্রামে তার শশুর বাড়িতে বেড়াতে এসেছিল।
সকালে কৈতক হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য শশুর বাড়ি থেকে বের হয় ফারুক মিয়া। রাউলী এলাকায় সড়ক পারাপারের সময় সিলেট গামী একটি কোষ্টার(নং-সিলেট জ-১১৮৯) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘাতক গাড়িটি দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে জাতুয়া এলাকায় সড়কের পাশে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।
হাইওয়ে পুলিশ গাড়িটি জব্ধ করেছে।##