মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :
অনাকাঙ্খিত গর্ভধারন রোধকল্পে দিনাজপুরের হিলিতে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক দিনব্যাপী অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিকাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা .গোপী নাথ বসাক, রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল,দিনাজপুর এর উপ-পরিচালক সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,আবাসিক মেডিক্যাল অফিসার ডা: হুমায়ন কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।
কর্মশালায় অনাকাঙ্খিত গর্ভধারন রোধকল্পে কি কি করনীয় সে সম্পর্কে আলোকপাত করা হয়।
এতে উপজেলায় কর্মরত ৪০ জন পরিবার পরিকল্পনা কর্মী ও হাসপাতালের নার্সরা অংশগ্রহন করেন।