ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৬ জুন ২০২৫, ৮:০৮ পূর্বাহ্ণ

Link Copied!

শিবলি সাদিক, রাজশাহী :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব ফেলে রোগীদের ট্রলি ঠেলছেন এবং বিনিময়ে রোগীর স্বজনদের কাছ থেকে আদায় করছেন টাকা। অথচ হাসপাতাল কর্তৃপক্ষও এসব কর্মচারীকে নিয়মিত মজুরি দিয়ে থাকে।

বুধবার (২৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ চিত্র দেখতে পায়। একই অভিযানে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের ভাড়া নির্ধারণেও ব্যাপক অনিয়ম ধরা পড়ে।

দুদক সূত্র জানায়, রামেক হাসপাতালের আউটডোর ডিসপেনসারির ফার্মাসিস্ট ইনচার্জ রফিকুল ইসলামের বিরুদ্ধে ওষুধ সরবরাহে অনিয়মের লিখিত অভিযোগের ভিত্তিতে চার সদস্যের একটি টিম গঠন করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, শর্ট স্লিপে উল্লেখিত ওষুধের পরিমাণ ও খরচের মধ্যে মিল নেই। ওষুধগুলোর মধ্যে রয়েছে—মন্টিলুকাস, ফেকসু, মেটফরমিন, ওরস্যালাইন, মেট্রো, ডায়াগন টু, জিটিএন ও প্যারাসিটামল। একইসঙ্গে মেইন স্টোরের ফার্মাসিস্ট মীর শহিদুল ইসলামের বিরুদ্ধেও অভিযোগ ওঠে।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন সাংবাদিকদের বলেন, “আমরা স্টোর রুমের রেকর্ডপত্র পরীক্ষা করেছি। প্রাথমিক তদন্তে ট্রলি পরিচালনায় দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের অনিয়ম এবং অ্যাম্বুলেন্স ভাড়ার দুর্নীতির প্রমাণ মিলেছে। কমিশনে প্রতিবেদন দাখিলের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. হাসানুল হাসিব বলেন, “অভিযানে যাদের নাম এসেছে, তাদের জানানো হয়েছে। প্রত্যেককে তার নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।” তবে ওষুধ সংক্রান্ত অভিযোগ নিয়ে তিনি বলেন, “এ ধরণের অভিযোগ প্রায়ই আসে। আমরা এটিকে গুরুত্ব দিচ্ছি না।

341 Views

আরও পড়ুন

চাকসুতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে নতুন প্যানেলের আত্মপ্রকাশ

কউক ম্যানেজ করে স্থাপনা বহাল রেখছি - লিমন
সৈকত পাড়ায় মরিয়ম রিসোর্টের পাশে অবৈধ বহুতল ভবন নির্মাণের অভিযোগ লিমনের বিরুদ্ধে।

ছাতকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধন

আমার ভোট আমি দিবো, আপনাদের এই গনতান্ত্রিক অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে-ড.মঈন খান

আমার ভোট আমি দিবো, আপনাদের এই গনতান্ত্রিক অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে-ড.মঈন খান

দুদিনের জ্বরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইডেন শিক্ষার্থী স্বর্ণা

চাকসু নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চবি প্রশাসনের বৈঠক

পরিবেশ, হাওর ও জলাভূমি রক্ষায় যুব সমাজের অংশগ্রহণ অপরিহার্য

টেকনাফে র‍্যাব-বিজিবি’র যৌথ অভিযানে সাড়ে৩লাখ ইয়াবা উদ্ধার,আটক-১

দূর্গা বিসর্জনে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে র‍্যাব ১৫ কক্সবাজার

মধ্যনগরে গুণী শিক্ষক নির্বাচিত হলেন অজয় কুমার রায়

ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় ১ দিন বাড়ালো

চাকসুতে প্রার্থী হচ্ছেন সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ