সাত্তার সিকদার, নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রামঃ
চিকিৎসকদের জন্য ডিসকাউন্ট কার্ড চালু করেছে হাঙ্গার কিলার্স নামের এক খাদ্য প্রতিষ্ঠান।
চট্টগ্রাম সি ফুড ও স্টেক হাউসের এক অনন্য প্রতিষ্ঠান হাঙ্গার কিলার্স। তারা চিকিৎসকদের জন্য চালু করেছে ডিসকাউন্ট কার্ড।
চিকিৎসকরা খাবার খেয়ে বিল পরিশোধের সময় ১০ শতাংশ বিশেষ ছাড় পাবেন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম শহরের চকবাজারে হাঙ্গার কিলার্সে এ বিশেষ ছাড় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) ডা. বিদ্যুৎ বড়ুয়া।
এসময় তিনি বলেন, মানসম্মত ও গুণগত খাবারের এক অনন্য প্রতিষ্ঠান হাঙ্গার কিলার্স। চিকিৎসকদের জন্য বিশেষ ছাড় এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।
আমি বেশ কয়েকটি খাবার খেয়েছি, খুব ভালো লেগেছে। এখানের খাবার খুবই ফ্রেস।
পাশে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সেখানখার চিকিৎসকরা এখানে এসে সুলভ মূল্যে খাবার খেতে পারবেন। এ রেস্তোরাঁয় এসে ফ্রেস খাবারের মাধ্যমে ক্ষুধার তৃপ্তি মেটাতে পারবে চিকিৎসকরা।
এসময় উপস্থিত ছিলেন, হাঙ্গার কিলার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল হাকিম ও পরিচালক সজল খান।