এম এ মোতালিব ভুঁইয়া :
মোস্তাকিম নামে ছেলেটিকে রবিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধের সামনে পাওয়া গেছে। আনুমানিক ১২ বছরের ছেলেটি তার নাম মোস্তাকিম পিতামৃত আলী হোসেন মাতামৃত সাহারা খাতুন চাচা কামাল মিয়া বাসা আলীপাড়া সুনামগঞ্জ বলে জানিয়েছে। মোস্তাকিম বলেন আমি বাজার করতে গিয়েছিলাম ভুল করে হাটতে হাটতে এখানে চলে এসেছি। বর্তমানে বাংলাবাজার ইউনিয়নের ৫ নং ওয়াড মেম্বার ধন মিয়ার জিম্মায় রয়েছে।
ধন মিয়া মেম্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটিকে যখন পাওয়া যায় তখন তার পরনে ছিলো কালো রংগের প্যান্ট টিশার্ট গায়ে জ্যাকেট ছিল।ছেলেটির সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেন।ধন মিয়া মেম্বার মোবাইল :