পারমিতা
হাসিবুর রহমান
পারমিতা জেগো নাক আর , এই ছেঁড়া ভাঙ্গা রোদে ।
কয়লার পোড়া চোখ চেয়েছে তোমায়।
ছিঁড়ে খেতে নোনা ঘুম উঁই খাওয়া জলে।
তারাদের হাড় ক্ষয়ে তবু নামে রাত।
চাঁদের কালো বুকে সাহারার ঠোঁটে।
চোরাবালি হেঁটে যায় বেদানার বনে।
নিভে গেছে কালো শীত হরিণীর চোখে।
সব নদী উড়ে গেছে রয়ে গেছে ছায়া।
বিষাদে ডুবেছে কাশ বরফের ভীড়ে।
পোড়া ইট মুছে গেছে ঘোর লাগা মেঘে।
নেশা মরে গেছে যত জং ধরা মদে।
কালের সবুজ পাতা তবু ঝড়ে পড়ে।
কালো ছায়া মেখে থাকে জোনাকির বুকে।
হাসিবুর রহমান
বাংলা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়