———
মনমুগ্ধকর বৃষ্টিস্নাত পরিবেশে দেখা সেই জলপরী,
লালসালু শাড়ীতে আবৃত সৌন্দর্যে প্রকাশিত রমণী।
অপলক চাহনি প্রকৃতির সবুজের মাঝে লালের বন্ধনা,
করেছে আমায় সেই কালো মেঘের হৃদয় স্পর্শিত করুণা।
রুপে বাঙালি আবরণে বাঙালি করেছে সৃজন সৃষ্টিকর্তা,
তোমাকে দেখে মোর আঙ্গিনায় প্রেমের কুঞ্জবনের চর্চা।
তোমারই হাসি দেখিয়া আমি করিতে পারি জীবন পার,
এই জনম না হয় তোমায় সঁপিলাম অপেক্ষায় মন ভার।
শিক্ষার্থী
আরবি বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।