গায়ের জোরে দিনদুপুরে
ধরলি পরের ঘাড়
কালকে যখন দুর্বল তখন
তুই কি পাবি পার?
আজকে দিলি ভাতে বালি
ওই গরীবের পাতে
সবাই মিলে হেইয়া দিলে
মরবি পদাঘাতে।
পরের সিনায় দোষটা বিনায়
লাথি যখম মারিস
কালকে তোমার মুখ ভাঙ্গবে না
বলতে কি ভাই পারিস?
সিংহ বাঘে অহং রাগে
মহিষ ধরে খায়
অন্যসময় বিড়াল থাবায়
ভালুকের প্রান যায়।।
লেখক: নুরুল আলম হেলালী
কবি ও ছড়াকার