ঢাকামঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

শামসুল আরেফীন শান্ত’র কবিতা: সত্তার মৃত্যু

প্রতিবেদক
নিউজ এডিটর
২ এপ্রিল ২০২৩, ৫:৪৮ পূর্বাহ্ণ

Link Copied!

সত্তার মৃত্যু
[ শামসুল আরেফীন শান্ত]

একদিকে তুমি আর অন্যদিকে-
চার দেয়ালে বন্দী থাকা আমি
আর আমার ধুলােয় জমা
ঘড়ির প্রতি সেকেন্ডে টিকটিক শব্দ!
উহু, সময় ফুরায় না,
ফুরায় আমার ভালােবাসা,
যা আমি একটা খুব সুন্দর
মেয়েকে দিতে চেয়েছিলাম,
আমার নিজের চোখে নিজে
দেখেছিলাম এই ভালােবাসা
আর স্থান দিয়েছিলাম অনুভূতিগুলােরে
আমার এই ছােট্ট মনে!

জীবিত অবস্থায় মাঝে মাঝে মানুষ
নিজেই তার নিজ সত্তার
কিছু চরিত্র বা আচার-ব্যবহারের
অংশবিশেষকে খুন করে
আর এজন্য তার কোনাে
আফসােস মনে নেই বা আসে না।

কিন্তু এই ধরনের খুনকে
বাস্তবিক রূপ দেওয়ার আগে
মানুষটা কখনােই ভাবে না
যে তার এই সত্তার ভালােবাসায়-
আজও কেউ একজন
মনে অসম্ভব আবেগ আর
চোখে অফুরন্ত ভালােবাসা নিয়ে
প্রতিটি সেকেন্ডেকে লালন করে
ধূলােয় জমা ওই ঘড়ির
টিক টিক শব্দে বড় হয়ে উঠছে
নিজের মন খারাপের রাতের সাথে।

এখন আমি আমার আফসােস জায়গায় আসি,
এই যে খুনাখুনি হল বা হচ্ছে
প্রতিটি মানুষের জীবনে না হলেও
কিছু মানুষের ইচ্ছা বা অনিচ্ছায় হচ্ছে তাে ঠিকই!
কিন্তু এইগুলাে কর্মের জন্য
কেউ কাউকে আঙ্গুল তুলে
খুনি তাে বলে না বরং মরে যাওয়া
সেই পুরনাে, হারানাে,‌ অপমৃত্যুর শিকার হওয়া সত্তাকে
এখনাে লেখক মন ভালবেসে যায়,
এখনাে রাত-দিনের স্বপ্নের-
আকাশে খুঁজে কিন্তু আর পায় না তাকে,
লেখক বুঝতে পারে না কোথায় হারিয়ে গেল সে!
কারণ এইসব খুনের খবর তাে আর
আমাদের এই সাদা-সাপটা
সরােজমিনের বাস্তব জীবন নামক ফাঁদে
কখনােই প্রকাশ করা হয়নি
বা প্রকাশ করতে দেওয়া হয় না।

হে-হা-হা, কে বলেছে ভালোবাসতে
বাস্তবিক মানুষ, মানুষের অস্তিত্ব আর
রক্ত‌ মাংস-হাড়ে গড়া দেহ চাই?
যে ভালােবাসতে জানে-
সে এই লেখক এর মতাে
খুন হওয়া সত্তাকেও ভালােবেসে যায়
আর কখনাে কোনাে প্রশ্ন করে না!

———————
১৪ তম ব্যাচ, সমাজবিজ্ঞান বিভাগ
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা।

697 Views

আরও পড়ুন

জাতীয় দৈনিক ডেসটিনির সিলেট জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া

সিজিপিএ ৩.৯৭ পেয়ে মাস্টার্সে প্রথম হলেন ঢাবি শিবির সেক্রেটারি

সাতদিন ধরে কক্সবাজারে রাজমিস্ত্রীর কাজে গিয়ে সিলেটের ৬ শ্রমিক নিখোঁজ

সুনামগঞ্জে সালিশ বৈঠকে নিষ্পত্তি হলো বানীপুর গ্রামের দু’পক্ষের দ্বন্দ্ব

সুনামগঞ্জে শালিস বৈঠকে দু’পক্ষের দ্বন্দ্বের সমাপ্তি

৬ দফা দাবি বাস্তবায়ন চান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা

রুহিয়া ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজের বর্ষবরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

পারভেজ হত্যার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

হাজী চাঁন্দমিয়া সড়কের করুণ দশা: প্রতিদিনের জীবন যেন এক অনিশ্চিত যাত্রা

শেরপুরে চালককে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

বিশেষ বিসিএস এর মাধ্যমে সেপ্টেম্বরের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ হবে: স্বাস্থ্য উপদেষ্টা

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে জেলা সুজনের মানববন্ধন