ঢাকারবিবার , ১৯ মে ২০২৪
  1. সর্বশেষ

শামসুল আরেফিন শান্ত’র কবিতা : স্বল্প প্রাণের আকুতি

প্রতিবেদক
নিউজ এডিটর
২০ এপ্রিল ২০২৩, ১২:২১ পূর্বাহ্ণ

Link Copied!

——
ব্যথিত কোনো এক কণ্ঠস্বরে
আর সুর উঠে না গো
মিথ্যাচার হোক আমার এই বাস্তবতা,
নবীনতা আর ফিরে না আসুক
বিকৃত করে দিয়ে সব আমার বন্ধুরতা।
ফিরে পাক সব তারা তার আলো
ভেঙে দিয়ে রাতের‌ নিস্তব্ধতা।
পাহাড়ের পাদদেশে জন্মানো
সব ফুলের নাম আমার জানা নেই
আমি অসাধারণে খুবই সাধারন,
সাধারণে খুবই সামান্য আর
সামান্যে খুবই স্বল্প প্রাণের আকুতিতে
ভালোবাসা চেয়ে বসা এক সৃষ্টি।

নরম তরুর শান্ত চালচলনে
নির্বাক ভাষা লুকিয়ে আছে।
সরলতা যদি মিথ্যে হয়,
আমি হেরে যাই ভালোবাসার কাছে।
ফুলে ফুলে যারে দেখি,
সে তো ভালোবাসা চায়।
রাতের আকাশে চাঁদের মতো মুখ,
সে তো কাছে আসতে চায়।
সিলিং এর কোনো এক ফাঁকে
ছোট্ট এক সোনামণি বট-বৃক্ষ জন্মেছিল,
এই পাশবিক পৃথিবীর মানুষ তাকে
মাটিতে আশ্রয় না দিয়ে উপড়ে ফেলেছিল।
উত্তম বুদ্ধিমত্তার অপব্যবহার-
এই মানুষই তো প্রথম শুরু করেছিল।
তবুও হারিয়ে যেতে দ্বিধা নাই প্রিয়,
সকালের রোদের কোনো নরম আলোতে।

ভালোবাসার উঠানে এসে কেউ যেন আর
খালি হাতে ফিরে না যায়,
কেউ যেন আর চোখের জল
ফেলতে ফেলতে জীবনটা না কাটিয়ে দেয়,
কেউ যেন আর নিজের জীবন
উৎসর্গ করে প্রতিফলক রেখে না যায়
একটু খেয়াল রেখো প্রভু,
একটু খেয়াল রেখো প্রভু।
স্বপ্নের মতো মমতায় ভরা,
ভালোবাসায় সিক্ত কোন এক ফুলের গন্ধে-
মাতোয়ারা করে দাও এই পৃথিবী।
ভাবনার জগতকে সমৃদ্ধ করে
মুক্ত করুন, মুক্ত করুন।
রাত আরো কালো হোক শুধু ভালোবেসে,
দিন আরো আলোকিত হোক তোমায় কাছে পেয়ে,
একই তো আকাশ, একই তো মন –
শুধু এই সাদাকালোর মায়াজল।

 

লেখক : ছাত্র( সমাজবিজ্ঞান বিভাগ)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

152 Views

আরও পড়ুন

আদমদীঘিতে জানালার গ্রিলে বৃদ্ধের ঝু*ল*ন্ত লা*শ

আদমদীঘিতে গাঁজা ও এ্যাম্পুলসহ গ্রেফতার- ৩

দোয়ারাবাজারে গাঁজা ও ইয়াবাসহ তিনজন আটক

শেরপুরে আন্তঃজেলা গরু চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার ও চোরাই গরু উদ্ধার

বিচ্ছুর বন্যপ্রাণী সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শারমিন মীমের কবিতা “ভেজাল”

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শার্শায় ভোটগ্রহণ নিয়ে কর্মকার্তাদের সাথে নির্বাচন কমিশনারের ব্রিফিং

নাগরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা দুলাল বহিষ্কার

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন

রূপগঞ্জের জাঙ্গীর কুদুর মার্কেট-নদীরঘাট রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

নাগরপুরে হেভিওয়েট প্রার্থী না থাকায় জমেনি উপজেলা নির্বাচন