পল্লীপ্রেম
রেজা
গ্রামীণ এমন স্নিগ্ধ হাওয়া
কোথায় গেলে পাবো আহা!
ভোরের শিশির; নরম রোদের ঘ্রাণ।
ক্লান্ত দুপুরে রাখালের বাঁশি
ফসলের মাঠে কৃষকের হাসি;
মানুষে মানুষে ভালোবাসা বাসি এমন ঐকতান।
ভোরে জেগে উঠি পাখিদের গানে
শ্রমজীবী ছোটে জীবনের টানে;
সময় ছোটে; নদীর স্রোতের বাণ।
ফসলে ফসলে ভরে ওঠে ভূমি
মাথার উপরে জ্বলিছেন রবি;
কৃষকের ঘরে নব বধূর গান।
টিনের চালে বৃষ্টির গান
তাই শুনে মোর জুড়ায় পরান।
ভোরের শিশির লেবু পাতার ঘ্রাণ ;
শহুরে জীবন একঘেয়েমি
গ্রাম আমারে প্রাণ ধরিয়া মারে টান।
রেজা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়