—————–
হে যুবক ভেবে দেখেছ একবার?
যে পথ ধরে তুমি দিচ্ছ পাড়ি পথের শেষে অপেক্ষমান দুজন প্রহরী,
তারা আবার তোমায় পুস্পমাল্য দিয়ে তোমার গন্তব্যে পৌঁছাবে বলে দায়িত্ব নিয়েছে,
তুমি আমি এবং আমরা সবাই বেখবর পথের পথচারী।।
অসময়ে চাওয়ার রীতি, সময় হলে পিছিয়ে পড়ি, অবেলাতে করে বসি, ঠিক বেলাতে শূন্য ঝুলি
কেন এই উদাসী মন?রয়ে যাবে কি ভরা যৌবন? তুমি, আমি ভালভাবেই জানি, শেষ হবে এককালে এই যৌবনখানি।।
প্রভূর যা পাওয়ার ছিল
তা লুপে নিচ্ছে ইবলিশ ব্যাটা
নামাজে শান্তি ছিল ঘুমের নামে দিচ্ছে বেড়া ভেবেছ কি একবার? সে তোমায় করছে ছারখার?
এভাবে সে জয়ী হবে, তোমায় আমায় আপদে ফেলে,দাস বানিয়ে রাজার ভেসে যাচ্ছে হাওয়ায় ভেসে,
জাগতে হবে নিজের লাভে, যেন ওপারে পুলসিরাতে হাঁটতে হাঁটতে অবশেষে সেই পুষ্প মাল্য গলে নিয়ে হতে পারো স্বর্গবাসী।।