————–
দশ মাস দশ দিন গর্বে রেখে,
পৃথিবীর বুকে আঘাত করে!
ধরণীর আলোকে আলোকিত হয়ে ;
জন্মেছি এই পৃথিবীতে।
শিশু থেকে কিশোর হলাম,
জীবন বুজি কিশোর বয়সের কিছু
রঙিন স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ,
তখন তাই বুজেছিলাম।
কিশোর থেকে যুবক হলাম!
কিছু ক্ষমতা আর সম্পদ কুড়ালাম,
জীবন বুজি এখানেই শেষ,
তখন অন্তরকে তাই বলিলাম।
যুবক থেকে বৃদ্ধ হলাম!
সংসারের মায়া জালকে বৃদ্ধি করলাম,
শিশুদের মত আচারন শুরু করলাম!
জীবন বুজি এখানেই শেষ,
তখন নিথর অবুজ মনকে তাই মানালাম।
তবুও খুজে পাইনি জীবনের শেষ,
কে আছো খুজে দিবে মোরে,
প্রকৃতির এমন কুলকিনারা হীন লেশ।
তাইতো অানমনে হাটি, আর ভাবি
কি করিলে খুজে পাবো আমি,
কি করিলে স্বার্থক হবো আমি;
কোথায় জীবনের শুরু আর শেষ?
কে আছো মোরে বলে দিবে
জীবনের কোথায় পূর্ণতা অপূর্ণতা?
কি করিলে খুজে পাবো?
জীবনের স্বার্থকতা, ব্যর্থতা ;
কে আছো মোরে বলে দিবে
বিধির এ অমোঘ বার্তা?
জীবন মনে হয় এমনি হয়,
তারপর খুজে পেলাম না,
জীবনের শেষ কোথায়?