পাখির গান
মো:তোফাজ্জল মিয়া
সকাল বেলায় পাখির কন্ঠে,
মিষ্টি মধুর গান।
এত সুন্দর কন্ঠ তুমি,
করেছো প্রভু দান।
পাখির গানে ঘুম ভেঙ্গে যায়,
সূর্য্যি মামা হাসে!
খেলায় গিয়ে সন্ধ্যা হয়ে,
রাত্রি নেমে আসে।
কিচির মিচির পাখির গানে”
মনটি যায় ভরে –
মিষ্টি মধুর গান গেয়ে যায় ‘
সারা বছর ধরে।
সকাল বেলার পাখিগুলো, প্রতিদিন ডাকে ”
মধুর কন্ঠে বলে সবাই,
জাগি সবার আগে।
মো :তোফাজ্জল মিয়া
উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।