ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

তাসলিমা আফরিন মিমের কবিতা “আর্তনাদ”

প্রতিবেদক
জুবায়েদ মোস্তফা
২১ আগস্ট ২০২৩, ১:১৬ পূর্বাহ্ণ

Link Copied!

আর্তনাদ

তাসলিমা আফরিন মিম

 

তুমি নেই আজ তেত্রিশ বছর!

শুধু তুমিই না এ শহর থেকে তোমার –

হাসিটুকুও মুছে গেছে চিরতরে।

জীবন আমাকে সুদূর বিলাতে বিলাসী

জীবনযাপনে লোভ দেখিয়েছে বহুবার।

আমি যেতে পারি নি,মন সায় দেয়নি।

এ শহরে আমার কেউ নেই,কিচ্ছু নেই।

কিন্তু কি বলতো,ঐ যে সাড়ে তিন হাত জমিন,

যেখানটায় তুমি শুয়ে আছো-

আমি যে তার পাশে কুঁড়েঘর বেঁধেছি।

জীবন থাকতে এ বাসস্থানের অন্যথা হবে না।

গত তেত্রিশ বছরে কত-শত বার গিয়েছি তোমার কবরের সামনে।

কবরের ভেজা মাটির ভ্যাপসা গন্ধে আমি তোমার

দেহের গন্ধ খুঁজে পাই।

ঐখানেই মিশে আছো কিনা!

সারাজীবন একসাথে থাকার প্রতিশ্রুতি করেছিলে,

কিন্তু বিধির বিধানের কাছে আমাদের

প্রতিজ্ঞাগুলো যে বড্ড ঠুনকো।

তবুও তো তোমাকে পেয়েছিলাম।

এই টুকুই বা ক’জনে পায় বলো!

কত ফুল অঙ্কুরেই ঝরে পড়ে,

কত নদী অকালে শুকায়,

সাগরে মিলিত হওয়ার ভাগ্য কই?

দেখতে পারছো তো তুমি?

বয়সের ভাড়ে কুঁজো হয়েছি কেমন!

ডায়াবেটিস, উচ্চরক্তচাপ-নানা জটিলরোগ

বাসা বেঁধেছে এই ক্ষয়ে যাওয়া শরীরে।

এ বারই হয়তো শেষ,এ মাটির গন্ধ –

আমার আর নেওয়া হবে না।

খুব সাধ ছিল জানো,

তোমার কবরের পাশে আমার কবর হোক।

শুনলাম সাহেবরা জমিটুকু কিনে নিয়েছে।

মস্তবড় কারখানা হবে।

দেখলে!জীবনের শেষে এসে,যখন শরীর ক্ষয়ে যাচ্ছে,

তখনও কেমন নিত্য নতুন ক্ষতের আগমন।

255 Views

আরও পড়ুন

বিশেষ বিসিএস এর মাধ্যমে সেপ্টেম্বরের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ হবে: স্বাস্থ্য উপদেষ্টা

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে জেলা সুজনের মানববন্ধন

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ স্বচ্ছ রাজনীতির চর্চায় ঐক্যবদ্ধ

কাপাসিয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

কাপাসিয়ায় নবাগত লেখক ও সাংবাদিকদের সাথে সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

নীলফামারীতে হবে চিন সরকারের হসপিটাল: স্বাস্থ্যের ডিজি

ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে নিহত দুইজনের পরিবারের পাশে বিএনপি

ঠাকুরগাঁওয়ে ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজের বর্ষবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জুরীতে ২৫ নারী উদ্যোক্তাদের গবাদি পশু ও তাঁত শিল্প সামগ্রী বিতরণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুরের দুই ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রাম পিটিআইয়ের প্রশিক্ষণার্থীদের স্কাউটসের ওরিয়েন্টেশন কোর্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তায় জবি ছাত্রদলের হেল্প ডেস্ক