—-
এলো কেশে যখনি দাড়াও তুমি সামনে,,
আমি হারিয়ে যাই কোন রুপকথার রাজ্যে,,
আমি খুজি ফিরি অজানা নিঃশব্দ তোমার কন্ঠ,,
খুজি ফিরি বৃক্ষ নদী সাগর পাহাড়,,
কিন্তু আমি হই ব্যার্থ কারন,,
আমি তো তোমার কল্পনায় হারিয়ে গেছি।।
এমন মোহো তোমার মাঝে,,
পৃথিবীর মোহোর কাছে যেটা তুচ্ছ,,
নেশায় ডুবে যাই আমি,,
তোমার এলো কেশের ঘ্রানে।।
আমি জানিনা কেনো এ আসক্ততা,
কেনো নেই কোন বিষাক্ততা,,
কেনো শুধু মায়াই খুজে পাই তোমার মাঝে,,
তবে বুঝতে পারি আমি,,
তুমি শুধুই আমার আর এলো কেশগুলোও আমার।।
আর আমার তুমিই আমার কল্পনা।।