ধর্ষিতার উপহাস
জেসিকা চাকমা
মানুষরূপী লজ্ঝর পশুর বিষাক্ত
লালসার শিকার যে দহিতা;
সমাজ যাকে ঘৃণা করে,
হৃদয়ভরে নাম দেয় অপয়া, ধর্ষিতা।
আমি সেই পরিত্যক্ত ধর্ষিতার দূত।
তবে একটা কথা জানো কী?
কথা ছিলো ঘৃণার্হ ধর্ষকের ছাইভষ্মে
অনুধ্বনিত হবে ঘৃণার বাক্যবান।
নিন্দিবে তারে লোকে, নিন্দিবে জমিন-আসমান।
অথচ দেখো!
ধর্ষক ঘুরে বেড়ায় সমাজে মাথা উঁচু করে বুক ফুলায়ে!
হয় সমাজের অধিপতি, হয় ধর্ষিতারই রক্ষাকর।
কি হাস্যকর এ সমাজের নিয়ম!
আর যে নারী হলো ধর্ষিতা, যে হারালো সম্ভ্রম,
যে নারীর সতীত্বে কালিমা লেপ্টে দেওয়া হলো,
তারই প্রাপ্য নিত্যদিনের কটাক্ষ,অভিশাপ!
সমাজ তারে ঘৃণা করে হৃদয়ভরে।
পারলে মেরে ফেলে অত্যাচারে,অনাহারে।
সেই পুরোনো যুগ থেকে দাপট দেখিয়ে আসছে পুরুষশাসিত সমাজ,
সেই সমাজে নারী কেবল ভোগ্যবস্তু, প্রাপ্তি শুধুই উপহাস।
জেসিকা চাকমা
শিক্ষার্থী, আইন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ