আমার মায়ের ভাষা গেলো কই
জেসিকা চাকমা
এই ঠিক উচ্চমাধ্যমিক শেষে,ভার্সিটিতে পড়ার শখে।
সেই দূর নিঝুম পাহাড়ের মায়া ছেড়ে,
এলাম অচেনা এক কোলাহলময় শহরে।
রোজ যাচ্ছি ক্লাসে, ফিরছি বাসায়
দিনকাল করছি পার,বেশ হেসে হেসে-
হঠাৎ একদিন মনে হলো,
আমার মায়ের ভাষা বুঝি তার দিক হারালো,
অচেনা শহরের মানুষের সাথে,বলতে হয় তাদের ভাষায় কথা প্রত্যেহ দিন রাতে।
আরেকদিন,
ভরদুপুরে বুকের মধ্যে উঠল বেজে হাহাকার-
একবার নয় সে হাহাকার,
বারংবার!!!
বেজে উঠল মনে-
হই হই হই-
আমার মা’য়ের ভাষা গেলো কই?
মায়ের ভাষা ছাড়া,
আমি যে সত্যিই দিশাহীন ছন্নছাড়া!
ভাবি মনে মনে,তবে কি কইবো নিজ ভাষায় কথা?
ভয় হয়! যদি হাসে এ অচেনা শহরের মানুষ,
শুনে আমার কথা!
রচনা করে যদি আমায় নিয়ে,বিশাল বিরল এক ব্যঙ্গাত্মক গাঁথা!
নাহ্ নাহ্! কইবো না নিজ ভাষায় কোনো কথা,
যতই বাজুক অন্তরে প্রশ্ন-
হই হই হই আমার মায়ের ভাষা গেলো কই,
লেখক: জেসিকা চাকমা
শিক্ষার্থী, আইন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।