জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি ) মওলানা ভাসানীকে স্মরণ করে ‘ছাড়পত্র’ সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৭তম প্রয়াণ দিবসে তার রাজনৈতিক জীবনের উপর পাঠচক্র পরিচালনার মধ্য দিয়ে এই পত্রিকাটি আত্মপ্রকাশ হয়।
এ বিষয়ে দর্শন বিভাগের ৫১ তম আবর্তনের শিক্ষার্থী সজিব আহম্মেদ জেনিচ বলেন , ভীড়ের পথের কুহক নয় ,ভিন্ন পথের পথিক ‘এই স্লোগানকে ধারণ করে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীরা মিলে আজ ‘ছাড়পত্র’ নামে সাহিত্যিক পত্রিকার আত্মপ্রকাশ করলাম। মজলুম জননেতা মওলানা ভাসানী’কে শ্রদ্ধাঞ্জলী ও তাঁর রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে আমাদের পত্রিকার যাত্রা শুরু হলো ।
তিনি আরো বলেন,আগামী বছরের জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে পত্রিকার প্রথম কপি প্রকাশ করবো৷ আমাদের পত্রিকাটি ত্রৈমাসিক হবে। আমরা পত্রিকা বের করার পাশাপাশি মনীষীদের স্মরণ করবো এবং তাদের কর্মজীবন নিয়ে পাঠচক্র পরিচালনা করবো। নীতি-নৈতিকতা বিমুখ এই দুঃসময়ে মনীষীদের স্মরণ করার মাধ্যমে নৈতিক চেতনার মান উন্নীত করার জন্যই আমাদের এই প্রয়াস। এভাবে আমাদের ধারাবাহিক কার্যক্রম চলবে। পত্রিকাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হবে।
উল্লেখ্য,মওলানা ভাসানী কে শ্রদ্ধা নিবেদনের আগে তার রাজনৈতিক জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘সাইরেন’ এর সম্পাদক মোজাম্মেল হক ও ‘ছাড়পত্রের’ উপদেষ্টা রাফিকুজ্জামান ফরিদ।