খায়রুল ইসলাম (সোহাগ)
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি,
ঈদের জন্যে মনে থাকে অন্য অনুভূতি।
প্রতি বছর ঈদ আসে নিয়ে আনন্দ,
নতুন জামা আর সবকিছুতে বাড়তি সানন্দ।
প্রতিবারের মত নয়তো এ বছরের ঈদ,
করোনায় যেন লেগে গেছে সবকিছুতে গিঁট।
নতুন জামা কিনতে কেউ বাজারে নাহি যায়,
পুরাতন জামা দিয়ে সবাই এবার ঈদ কাটায়।
ঈদের সালাত পড়তে লাগে জামা আর টুপি,
এবার ঈদে সবার সাথে মাস্কও যেন রাখি।
ঈদের নামাজ আদায় করতে হবে সাবধানে,
শারীরিক দূরত্বের কথা যেন থাকে মনে।
প্রতি ঈদে সালাত শেষে করি কোলাকুলি,
এবার যেন এসব থেকে দূরত্ব মেপে চলি।
এ দুর্যোগে ঈদ উদযাপন দিবো বিসর্জন,
বাদ দিবো সব আছে যত ঈদের আয়োজন।
বিত্তবানরা ঈদের বাজেট দেয় বিলিয়ে
তবুও আছে অনেক মানুষ এখনো না খেয়ে।
এবার ঈদে বাদ দিবো ভাই সব ঘোরাঘুরি,
করোনায় বাঁচতে মোরা ঘরেই অবস্থান করি।
করোনা থেকে বাঁচতে সবাই হই সচেতন,
বাঁচলে সবাই আগামী ঈদ করব মনের মতন।