ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

কবিতা:- নক্ষত্রের রাত

প্রতিবেদক
জুবায়েদ মোস্তফা
২৯ এপ্রিল ২০২৪, ৯:২৭ অপরাহ্ণ

Link Copied!

নক্ষত্রের রাত
বি, এম সাজ্জাদুল ইসলাম সোহাগ

গভীর জোৎস্নায়
নক্ষত্রের রাতে
আর গাছের ছায়ায়
আমি পড়েছি তোমার মায়ায়।
মনে আলাদা করে অনেক দুঃখ জমা
এ বিবেক করতে চায় না তাকে ক্ষমা।
বাকি সবার মতো স্বাভাবিক নয় এ জীবন
অনেক কষ্টকর কথা করতে হয় শ্রবণ ।
এ সমাজের সবার মাঝে লুকিয়ে থাকা আশা
নক্ষত্রের রাতের আলোয় বসে থাকা আমার ভরসা।
হিংসা,ঘৃণা আর ভয়
এ দেশের মানুষের পেছনে পেছনে দৌড়ায়।
নক্ষত্রের রাতে আলোর স্নিগ্ধ হাওয়ায়
পুকুর পাড়ে বসে তোমার ভাবনায়।
দুঃখ,কষ্ট হীন
এ জগতে কাউকে খুঁজে পাওয়া বোধহয় কঠিন।
নক্ষত্রের রাতে
কত মা হারা ছেলের কান্না ভেসে আসে।
কত না ভাই হারা বোন
খুঁজে বেড়ায় ভাইয়ের আদর সারাক্ষন।
এ সমাজ বড়ই বিচিত্র
কেউ তুলে ধরে না অন্য কারো জীবনের সুচিত্র।
নক্ষত্রের রাতে
আবেগময় স্মৃতিতে বোধহয় ডুবেছি আমরা।
নক্ষত্রের রাতে নদীর পাড়ে হাঁটতে তাঁরাই পারে
যারা দুঃখকে আপন করতে জানে।
নক্ষত্রের রাত বড়ই রহস্যময়ী রোমান্টিক
তাদের জন্য যারা সুখকে অল্প দামে কিনতে পারে।
নক্ষত্রের রাতে বন্ধুদের সাথে
ঘুরতে পারার আনন্দ অনুভূতি আর কিসে আছে?
নক্ষত্রের রাতে মায়ের আঁচলে বসে
গল্প শোনার মুহূর্ত কী কিনতে পাওয়া যায়?
নক্ষত্রের রাতে বাবার বকুনিতে আলাদা মায়া জড়িয়ে থাকে
যেটা সবার উপভোগ করার সৌভাগ্য হয় কী?
নক্ষত্রের রাতে লুকোচুরি খেলাতে
মন্দ কী কারো‌ লাগতে পারে?
নক্ষত্রের রাতে স্ত্রী অপরূপার পাশে
বসতে কার না মন চায়।
নক্ষত্রের রাতে উঠানে দৌড়াতে
কে না মজা পায়।
নক্ষত্রের রাতে শৈশবে ফিরে যেতে লাগে না সময়।
নক্ষত্রের রাত আসুক আমাদের সকলের জীবনে
নক্ষত্রের মতো উজ্জ্বল ও পরিচ্ছন্ন হয়ে।

আরও পড়ুন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ