ছোবল
অনুপমা আজিজ
কতোই বা বয়স হবে?
আট কী নয়, নাকি কুড়ি?
সে তো ফুলের কুড়ি,
অষ্টকে ঝড়ছে নুড়ি-
স্পর্শের অনুগণণ যে কী জানে?
কালো হাতের ছায়ার কী মানে?
কোন ছোয়ায় কিসের ভাব-
মনে আঘাতের অনুভব।
নই আমি ত্রয়োদশী-
মাত্র সাত পেরিয়েছি
ছাড়িনি তো মায়ের কোল,
দিনগুলো যাচ্ছিল ঝলমল
বাসন্তিক হওয়ায় কেন অকাল বৈশাখী?
যশ,অর্থের ছোবলে দ্বৈনতাই কী সাক্ষী?