জানতে চাই
— আল – আমীন সরকার
আমারও জানার ছিলো
কবির কথিত কুহূ কুহূ
বেদনার প্রাচীর দিয়েছে টান।
জানার মাঝেও জানতে চাই
হৃদয়ের ব্যকুলতা কাতরে কাতরে
অনিচ্ছারাও প্রশ্নের উত্তর খুজে
করে আনচান।
আবারও জানতে চাই
বেহালের পথ ভেঙ্গে
আসবে কি হাল?
ইচ্ছে শক্তির কাছে কি
তাহলে আমি অপরাধী?
প্রিয়রা বসিয়েছে বিদায় মেলা
প্রতিযোগিতার ঘোষনা পত্র পাঠে
কাকে করবো সর্ব সেরা।
বুঝা বুঝির সাক্ষীর পানে
জিজ্ঞাসও সঠিক উত্তরের খোজে।
ভাঙ্গন আর গড়নের বিচিত্র আঙ্গিনাতে
তিক্ততা ও মধুরতার অপার সম্পর্কে
অংকরাজ্যের খেলা এক বিয়োগ একে।
বারংবার জানতে চাই
তাহলে কি আমিই অপরাধী?