চুক্তির সন্ধানে
আল-আমীন সরকার
ভুলে যাওয়া পথ গুলো কেন যে,
একে বেকে চলে আসে মোর কাছে।
কিছু আনন্দ আর সিংহভাগে বেদনাতে।
আমি যে ফেরারি খ্যাতিয়মানে
অর্জিত মহাশূন্যতাতে।
খানিকটা আকাশ রং মেখে হাসে
আর সবভাগে মেঘ জমিয়ে
বিষাদের গর্জনে কাঁদে।
কিছু স্মৃতি পাহাড় ভাঙ্গে
পাথর গেথে মালা দেবে মোরে।
আমিও যে
দির্ঘদিনের ক্ষুধা নিবারনে পাথর খেয়ে
যুগের পর যুগের পথে একাকীত্বে।
নিশ্চুপ পৃথিবী যখন বিচলিত হয়ে উঠে
আঁধার কেটে নিজেকে লুকাতে
নিঃসঙ্গতা মাতে, বহুগামী সংঘর্ষে উঠান বৈঠকে।
এক পৃথিবী যন্ত্রণার ভুমি হৃদে
ক্ষতিয়ে ক্ষতিয়ে দৃশ্যমান বিশ্বভ্রম্যান্ডও যে
এক মুঠো যন্ত্রণাতে।
এক পৃথিবী এক চিমটিরও শত সহস্র ভাগ কমে
জ্বলন্ত সীমানা জুড়ে বারবার উঠি জেগে
নতুন নতুন রহস্যের বিশ্রামে
নতুন কোন চুক্তির সন্ধানে।